মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা কারাগারের যাওয়ার ১৩ দিন পর এক হাজতির মৃত্যু হয়েছে। কারা চিকিৎসক বলছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ওই হাজতির বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার রাতে খাবার খাওয়ার পর ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ওই হাজতির নাম—নিক্সন ব্যাপারী (৩৫)। তিনি শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিক্সন ব্যাপারী যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তাঁর অনেক শ্বাস কষ্ট ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।’
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ বলছে, নিক্সন ব্যাপারীর বিরুদ্ধে ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল আলিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। এই মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গতকাল সোমবার রাতে খাবার খাওয়ার পর হাজতি নিক্সনের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা কর্তৃপক্ষ দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিক্সন ব্যাপারী এর আগেও বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই নিক্সন অসুস্থ ছিলেন। বিষয়টি তাঁর পরিবারও জানে।’
মাদারীপুর জেলা কারাগারের যাওয়ার ১৩ দিন পর এক হাজতির মৃত্যু হয়েছে। কারা চিকিৎসক বলছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ওই হাজতির বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার রাতে খাবার খাওয়ার পর ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ওই হাজতির নাম—নিক্সন ব্যাপারী (৩৫)। তিনি শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিক্সন ব্যাপারী যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তাঁর অনেক শ্বাস কষ্ট ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।’
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ বলছে, নিক্সন ব্যাপারীর বিরুদ্ধে ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল আলিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। এই মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গতকাল সোমবার রাতে খাবার খাওয়ার পর হাজতি নিক্সনের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা কর্তৃপক্ষ দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিক্সন ব্যাপারী এর আগেও বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই নিক্সন অসুস্থ ছিলেন। বিষয়টি তাঁর পরিবারও জানে।’
দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছেই। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যেসব মহাসড়কে সার্ভিস লেন আছে, সেগুলোও কিছুদূর পরপর মহাসড়কে মিশেছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় ৯ জনের বিরুদ্ধে ৫৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে ৯টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওনহাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩ ঘণ্টা আগে