নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’
রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেবাচিমের সামনে গেলে হাসপাতালের কর্মীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন।
২ মিনিট আগেরেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা কচ্চপিয়া এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে সঙ্গে নিয়ে আজ রোববার বেলা দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে দক্ষিণ আইচা বাজারের মসজিদে যান।
২৩ মিনিট আগেইটনায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ইটনা নতুন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ মিনিট আগেআজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। সন্ধ্যা ৬টার দিকে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রশাসনিক ভবনে তালা ঝুলছিল। প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ-উপাচর
২৯ মিনিট আগে