Ajker Patrika

কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরি, নিয়ে গেছে ৩০০ ভরি সোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩১
কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরি, নিয়ে গেছে ৩০০ ভরি সোনা

রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।

দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’ 

দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। 

মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে। 

মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি। 

ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’ 

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত