স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন এবং সমন্বিত স্থানীয় সরকার নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে এক গোলটেবিলে বক্তারা অভিমত দেন।
ইউএনডিপির আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় গতকাল রোববার রাজধানীতে ‘স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ বিষয়ক সংস্কার প্রস্তাব’ শীর্ষক এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সঙ্গে যৌথভাবে বক্তারা এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। আলোচনায় আরও অংশ নেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধি, যুব উন্নয়ন প্রতিনিধি এবং ইউএনডিপির কর্মকর্তারা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চারজন সদস্যও এ আলোচনায় অংশ নেন।
বিশেষজ্ঞ আলোচকেরা স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকারের কার্যক্রম তদারকি জোরদার করা, স্থানীয় সরকারের আর্থিক স্বাধীনতা অর্জন, বর্তমান বিকেন্দ্রীকরণ নীতি, স্বচ্ছ ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকারের ক্ষমতায়নের চ্যালেঞ্জ প্রভৃতি নিয়ে কথা বলেন। জনসাধারণকে সহজে ও দ্রুত পরিষেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, প্রশাসনের প্রতি আস্থা তৈরি, স্থানীয় জনগণ ও অংশীজনের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
আলোচকেরা, স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাব হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি, স্থানীয় সরকারে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি, জাতীয় উন্নয়নের স্বার্থে প্রশাসনে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতির বাস্তব পন্থা প্রস্তাব করেন। স্থানীয় শাসন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও বক্তারা কথা বলেন।
স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন এবং সমন্বিত স্থানীয় সরকার নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে এক গোলটেবিলে বক্তারা অভিমত দেন।
ইউএনডিপির আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় গতকাল রোববার রাজধানীতে ‘স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ বিষয়ক সংস্কার প্রস্তাব’ শীর্ষক এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সঙ্গে যৌথভাবে বক্তারা এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। আলোচনায় আরও অংশ নেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধি, যুব উন্নয়ন প্রতিনিধি এবং ইউএনডিপির কর্মকর্তারা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চারজন সদস্যও এ আলোচনায় অংশ নেন।
বিশেষজ্ঞ আলোচকেরা স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্থানীয় সরকারের কার্যক্রম তদারকি জোরদার করা, স্থানীয় সরকারের আর্থিক স্বাধীনতা অর্জন, বর্তমান বিকেন্দ্রীকরণ নীতি, স্বচ্ছ ও জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকারের ক্ষমতায়নের চ্যালেঞ্জ প্রভৃতি নিয়ে কথা বলেন। জনসাধারণকে সহজে ও দ্রুত পরিষেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, প্রশাসনের প্রতি আস্থা তৈরি, স্থানীয় জনগণ ও অংশীজনের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
আলোচকেরা, স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাব হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি, স্থানীয় সরকারে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি, জাতীয় উন্নয়নের স্বার্থে প্রশাসনে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতির বাস্তব পন্থা প্রস্তাব করেন। স্থানীয় শাসন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও বক্তারা কথা বলেন।
রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
৪৩ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার
১ ঘণ্টা আগেপাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদেজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে