টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইল সদর আমলি আদালতে হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুপুরে ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করে আমলি আদালতে হাজির করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলছাত্র মারুফ হত্যা মামলা ও দ্রুতবিচার আইনের মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর তাঁকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকেই ছানোয়ার হোসেনকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।
উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
পরে ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর ভাটারা থানা-পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইল সদর আমলি আদালতে হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুপুরে ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করে আমলি আদালতে হাজির করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলছাত্র মারুফ হত্যা মামলা ও দ্রুতবিচার আইনের মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর তাঁকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকেই ছানোয়ার হোসেনকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।
উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
পরে ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর ভাটারা থানা-পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৪ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৫ মিনিট আগে