Ajker Patrika

আগারগাঁওয়ে চালু হলো হলিডে মার্কেট, সব ওয়ার্ডে করার অঙ্গীকার মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৭: ৪২
আগারগাঁওয়ে চালু হলো হলিডে মার্কেট, সব ওয়ার্ডে করার অঙ্গীকার মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) পণ্য নিয়ে শুরু হলো হলিডে মার্কেট।

রাজধানীর আগারগাঁওয়ে আজ শুক্রবার আইসিটি রোডে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় ডিএসসিসির সব ওয়ার্ডে হলিডে মার্কেট চালুর অঙ্গীকার করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগারগাঁওয়ের এই হলিডে মার্কেট সফল হলে আমি আপনাদের কথা দিচ্ছি, ৫৪টি ওয়ার্ডে হলিডে মার্কেট চালু করব। এর জন্য সহযোগিতা চাই পুলিশ প্রশাসন থেকে, জনগণ থেকে, ক্রেতাসাধারণ থেকে।’

উত্তর সিটি করপোরেশনের সব ওয়ার্ডে হলিডে মার্কেট চালুর অঙ্গীকার করেছেন মেয়র আতিক। ছবি: আজকের পত্রিকাঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘একটা দেশের অর্থনীতিতে ২৫ শতাংশ এসএমইর ভূমিকা রয়েছে। এসএমইর অংশগ্রহণ বড় বেশি দরকার। এতে যেন নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। আজকের এই উদ্যোগের সফলতা কামনা করি। এটা ভালোভাবে পরিচালিত হতে হবে। কোনোভাবে যাতে অব্যবস্থাপনা না হয়।’ 

নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হলিডে মার্কেটে থাকবে নিরাপদ সবজি, পাটপণ্য ও চামড়াশিল্প। এখানে একটা কালচারাল কর্নার থাকবে। আমার নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল। হলিডে মার্কেটের মাধ্যমে বিক্রেতারা যেমন আয় করতে পারবেন। ক্রেতারাও ভালো প্রোডাক্ট পাবেন।’ 

হলিডে মার্কেট উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত