Ajker Patrika

চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ২১: ০২
চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে এসে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। ১৩ মার্চ (রোববার) কালো রঙের একটি পালসার গাড়ি নিয়ে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হন তিনি। 

নিখোঁজ যুবক নির্মল মণ্ডল (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ি গ্রামের নন্দিনী কান্ত মণ্ডলের ছেলে। 

নিখোঁজ যুবকের বড় ভাই বাসুদেব মণ্ডল জানান, ১৩ তারিখ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে একটি কালো রঙের পালসার গাড়ি নিয়ে রওনা হন নির্মল। পরে ১৬ মার্চ রাত সাড়ে ১১টায় সর্বশেষ কথা হলে নির্মল জানান ঢাকার মিরপুরে রয়েছেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় আর কোনো যোগাযোগ হয়নি। 

বাসুদেব মণ্ডল আরও বলেন, অনেক খোঁজাখুঁজির পর নির্মলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খুব ভেঙে পড়েছেন। তাই কোনো সহৃদয়বান ব্যক্তি নির্মল মণ্ডলকে দেখে থাকলে ০১৭৬৪-৫৩৭৭৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, যেহেতু ওই যুবক ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয়েছেন, তাই তাঁদের সেখানে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত