Ajker Patrika

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু 

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৮ মে ২০২৩, ১১: ২১
উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু 

রেললাইনের ওপরে পোষা দুই হাতিকে কলাগাছ খাওয়াচ্ছিলেন মাহুত। এমন সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একটি হাতি মারা গেছে। নিহত হাতিটির বয়স আনুমানিক আট বছর। 

রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর-সংলগ্ন কোটবাড়ী রেলগেট এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাতির পেছনের ডান পা ট্রেনের আঘাতে কেটে গেছে এবং পিঠে জখম হয়েছে। মরা হাতিটিকে ঘিরে শত শত উৎসুক জনতা ভিড় করে আছে। 

ঘটনার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত হাতিটি কোটবাড়ী রেলগেট এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তবে হাতির মালিকের সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, হাতির মালিকের বাড়ি সিলেটে। তিনি ঢাকায় আসছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কোটবাড়ীর বাসিন্দা আব্দুল কালাম। তিনি রেলওয়ের লাশ আনা-নেওয়ার কাজ করেন। ডোম আব্দুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে দুটি পোষা হাতি ছিল। হাতির মাহুত সিগারেট খাচ্ছিলেন। আর হাতি দুটি রেললাইনের ওপরে কলাগাছ খাচ্ছিল। পরে একটি ট্রেন যাওয়ার সময় হাতিটিকে ধাক্কা দেয়।’ 

আব্দুল কালাম বলেন, ‘বাচ্চা হাতিটি মারা গেছে। আর বড় হাতিটি এটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারে নাই। পরে সেই হাতিটিও চলে গেছে। এদিকে ভয়ে হাতির মাহুতও পালিয়ে গেছেন।’ 

দক্ষিণখানের কোটবাড়ী চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল কার্তিক বলেন, ‘আমরা হাতিটিকে ক্রেন দিয়ে তুলে রেললাইন থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়েছি।’ 

এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহপুরের কোটবাড়ী এলাকায় একটি হাতি মারা গেছে। হাতিটি রেললাইন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত