Ajker Patrika

প্রজাতন্ত্রের কর্মচারীরাও সাংবাদিক নির্যাতন করছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪: ৪৭
প্রজাতন্ত্রের কর্মচারীরাও সাংবাদিক নির্যাতন করছেন

মহামারির ভয়াল দুর্যোগেও সাংবাদিকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের নতুন আইনের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীরাও সাংবাদিক নির্যাতন করছেন। 

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের ওপর রাষ্ট্রীয় লোক কীভাবে মামলা করে, তা জানতে চাই। সরকারের উদ্দেশে তাঁরা বলেন, আপনারা যদি আপনাদের স্তম্ভ টিকিয়ে রাখতে চান, তবে এসব বন্ধ করুন। চতুর্থ স্তম্ভের বিরুদ্ধে এসব মামলা দেওয়া চলবে না। 

সাংবাদিকেরা বলন, সাইদুর রহমান রিমন নিজের জন্য কোনো সাম্রাজ্য তৈরি করেন নাই। একজন দুর্বৃত্তের বিরুদ্ধে যা করা দরকার, তা-ই করেছেন তিনি। সমাবেশে সাংবাদিক রিমনের ওপর থেকে এই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে রাষ্ট্র, প্রশাসন ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান তাঁরা। 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান লায়েক, ঢাকা জেলা উত্তরের বিএমএসএফের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত