নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ঢাকার সাভারে পূর্বশত্রুতার জের ধরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ডগরমোরা মহল্লায় এ ঘটনা ঘটে।
সুলতান হোসেন সাগর ডগরমোরা মহল্লার তসলিম চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শফিক নামে স্থানীয় এক বন্ধুর সঙ্গে সাগরের শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শফিকসহ আরও কয়েকজন কৌশলে সাগরকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাঁ হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাগরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’
জানতে চাইলে সাগরের মা লতা বেগম বলেন, ‘আমার ছেলেরে আগে থিকাই এলাকারই এক পুলা হুমকি দিত বইলা শুনতাছি। তাইলে অরাই আমার সাগররে মারছে।’
আজ বুধবার সকালে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকার সাভারে পূর্বশত্রুতার জের ধরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ডগরমোরা মহল্লায় এ ঘটনা ঘটে।
সুলতান হোসেন সাগর ডগরমোরা মহল্লার তসলিম চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শফিক নামে স্থানীয় এক বন্ধুর সঙ্গে সাগরের শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শফিকসহ আরও কয়েকজন কৌশলে সাগরকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাঁ হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাগরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’
জানতে চাইলে সাগরের মা লতা বেগম বলেন, ‘আমার ছেলেরে আগে থিকাই এলাকারই এক পুলা হুমকি দিত বইলা শুনতাছি। তাইলে অরাই আমার সাগররে মারছে।’
আজ বুধবার সকালে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে