নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ঢাকার সাভারে পূর্বশত্রুতার জের ধরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ডগরমোরা মহল্লায় এ ঘটনা ঘটে।
সুলতান হোসেন সাগর ডগরমোরা মহল্লার তসলিম চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শফিক নামে স্থানীয় এক বন্ধুর সঙ্গে সাগরের শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শফিকসহ আরও কয়েকজন কৌশলে সাগরকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাঁ হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাগরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’
জানতে চাইলে সাগরের মা লতা বেগম বলেন, ‘আমার ছেলেরে আগে থিকাই এলাকারই এক পুলা হুমকি দিত বইলা শুনতাছি। তাইলে অরাই আমার সাগররে মারছে।’
আজ বুধবার সকালে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকার সাভারে পূর্বশত্রুতার জের ধরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ডগরমোরা মহল্লায় এ ঘটনা ঘটে।
সুলতান হোসেন সাগর ডগরমোরা মহল্লার তসলিম চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শফিক নামে স্থানীয় এক বন্ধুর সঙ্গে সাগরের শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শফিকসহ আরও কয়েকজন কৌশলে সাগরকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাঁ হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাগরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’
জানতে চাইলে সাগরের মা লতা বেগম বলেন, ‘আমার ছেলেরে আগে থিকাই এলাকারই এক পুলা হুমকি দিত বইলা শুনতাছি। তাইলে অরাই আমার সাগররে মারছে।’
আজ বুধবার সকালে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
হাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
২ মিনিট আগেগত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৫ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১০ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগে