নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যোগীপাড়া এলাকায় শাওন মিয়া (২৪) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার তালতলা এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করে বিক্ষোভ করেন তাঁরা।
মানববন্ধনে নিহতের স্ত্রী তামান্না আক্তার, বাবা আলী আজগর ও ভাই মোতালেব মিয়াসহ এলাকার কয়েক শত নারী-পুরুষ এতে অংশ নেন। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি করা হয়।
নিহতের স্ত্রী তামান্না আক্তার জানান, ‘আমার ৭ মাসের একটি সন্তান রয়েছে। আমার স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই।’
নিহত শাওনের ভাই মোতালেব মিয়া জানান, শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় ইসরাফিল মিয়া, রাকিব মিয়া ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শাওন মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, ‘আমার ভাই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাই। পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার না করায় সন্ত্রাসীরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে আমাদের মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় শাওন হত্যার ঘটনার দুদিন পর নিহতের ভাই মোতালেব মিয়া বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যোগীপাড়া এলাকায় শাওন মিয়া (২৪) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার তালতলা এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করে বিক্ষোভ করেন তাঁরা।
মানববন্ধনে নিহতের স্ত্রী তামান্না আক্তার, বাবা আলী আজগর ও ভাই মোতালেব মিয়াসহ এলাকার কয়েক শত নারী-পুরুষ এতে অংশ নেন। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি করা হয়।
নিহতের স্ত্রী তামান্না আক্তার জানান, ‘আমার ৭ মাসের একটি সন্তান রয়েছে। আমার স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই।’
নিহত শাওনের ভাই মোতালেব মিয়া জানান, শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় ইসরাফিল মিয়া, রাকিব মিয়া ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শাওন মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, ‘আমার ভাই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাই। পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার না করায় সন্ত্রাসীরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে আমাদের মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় শাওন হত্যার ঘটনার দুদিন পর নিহতের ভাই মোতালেব মিয়া বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৯ মিনিট আগে