নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে