ঢাবি প্রতিনিধি
টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ডাকা সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টিএসসিতে কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে কর্মীরা বিকেল ৪টায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাঁদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তাঁরা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন।’
লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তাঁরা সমাবেশ করতে চাইলে আমরা তাঁদের নিষেধ করি। তারপর তাঁরা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’
টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ডাকা সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টিএসসিতে কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে কর্মীরা বিকেল ৪টায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাঁদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তাঁরা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন।’
লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তাঁরা সমাবেশ করতে চাইলে আমরা তাঁদের নিষেধ করি। তারপর তাঁরা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’
শেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
৩০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূল হোতা নুরুল ইসলাম মুন্নাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তিনি হত্যা, মাদক, অপহরণ, অস্ত্রসহ ১৪ মামলার পলাতক আসামি। শনিবার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগেদেড় মাস আগে তাইযুদ্দিন আকন নামের এক ভূমি ব্যবসায়ী ওই মাঠটির পার্শ্ববর্তী ফসলি জমি ভরাটের জন্য খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলেন। এ সময় পানি ফেলা হয় স্কুলের মাঠে। সেই পানিতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগেরাজধানীর গুলশান এলাকা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৪ অক্টোবর) ভোরে তাঁকে গ্রেপ্তারের পর দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৬ মিনিট আগে