শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় ছৈয়াল বাড়ির সামনে সিদ্দিককে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
নিহত আবু সিদ্দিক ঢালী চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ঢালী বিএনপির একজন কর্মী ছিলেন। তাঁর ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। একই এলাকার মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির সঙ্গে আবু সিদ্দিক ঢালীর পূর্বশত্রুতা ছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়াল সাত বছর আগে রাজনৈতিক বিরোধে নিজ এলাকায় খুন হন। সেই হত্যা মামলায় আসামি করা হয় আবু সিদ্দিক ঢালীকে। এ মামলা জেল খেটে জামিনে ছিলেন আবু সিদ্দিক। বর্তমানে মামলাটি বিচারাধীন।
আবু সিদ্দিকের পরিবারের অভিযোগ, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে মিন্টু ছৈয়াল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সিদ্দিক ঢালীর ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে আবু সিদ্দিক ঢালী পুকুরে ঝাঁপ দিলে পুকুর থেকে টেনে তুলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আবু সিদ্দিক ঢালীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু সিদ্দিক ঢালীর মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত আবু সিদ্দিকের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, ‘পূর্ববিরোধের জেরে মিন্টু ছৈয়াল ও তার লোকজন আমার ভাই আবু সিদ্দিক ঢালীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়ালের হত্যাকাণ্ডের সঙ্গে আমার ভাই জড়িত ছিল না। তারপরেও আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমার ভাই কোনো অপরাধ করেনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘হামলার শিকার আবু সিদ্দিক ঢালী নামের এক লোক নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় ছৈয়াল বাড়ির সামনে সিদ্দিককে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
নিহত আবু সিদ্দিক ঢালী চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সিদ্দিক ঢালী বিএনপির একজন কর্মী ছিলেন। তাঁর ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। একই এলাকার মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির সঙ্গে আবু সিদ্দিক ঢালীর পূর্বশত্রুতা ছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়াল সাত বছর আগে রাজনৈতিক বিরোধে নিজ এলাকায় খুন হন। সেই হত্যা মামলায় আসামি করা হয় আবু সিদ্দিক ঢালীকে। এ মামলা জেল খেটে জামিনে ছিলেন আবু সিদ্দিক। বর্তমানে মামলাটি বিচারাধীন।
আবু সিদ্দিকের পরিবারের অভিযোগ, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে মিন্টু ছৈয়াল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সিদ্দিক ঢালীর ওপর হামলা চালান। এ সময় প্রাণ বাঁচাতে আবু সিদ্দিক ঢালী পুকুরে ঝাঁপ দিলে পুকুর থেকে টেনে তুলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আবু সিদ্দিক ঢালীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবু সিদ্দিক ঢালীর মরদেহ বাড়িতে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত আবু সিদ্দিকের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, ‘পূর্ববিরোধের জেরে মিন্টু ছৈয়াল ও তার লোকজন আমার ভাই আবু সিদ্দিক ঢালীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মিন্টু ছৈয়ালের বাবা ইয়াকুব ছৈয়ালের হত্যাকাণ্ডের সঙ্গে আমার ভাই জড়িত ছিল না। তারপরেও আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমার ভাই কোনো অপরাধ করেনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘হামলার শিকার আবু সিদ্দিক ঢালী নামের এক লোক নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে