বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে ছেলের লাঠির আঘাতে বাবা অছিম উদ্দিন (৮২) মারা গেছেন। এ সময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তাঁর মা রহিমা বেগমও আহত হন।
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গতকাল রোববার রাত ১২টার দিকে আমি, বৃদ্ধ স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসি। এ সময় পোলাও স্বাদ হয়নি এমন কথা বলে আলফেজ প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে ওর বাবা প্রতিবাদ করলে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যায়।’
এ ব্যাপারে বেলাব থানায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদীর বেলাবতে ছেলের লাঠির আঘাতে বাবা অছিম উদ্দিন (৮২) মারা গেছেন। এ সময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তাঁর মা রহিমা বেগমও আহত হন।
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গতকাল রোববার রাত ১২টার দিকে আমি, বৃদ্ধ স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসি। এ সময় পোলাও স্বাদ হয়নি এমন কথা বলে আলফেজ প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে ওর বাবা প্রতিবাদ করলে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যায়।’
এ ব্যাপারে বেলাব থানায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়—এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন,
৫ মিনিট আগেআরাফাত বলেন, ‘আমি হিমেলের কাছে গেলে তিনি আমাকে গাড়ি আনতে বলেন। কিন্তু কোনো গাড়িচালক আসতে রাজি হননি। বহু কষ্টে একজনকে রাজি করিয়ে আনার পর এমদাদ পিস্তল বের করেন। আমি এমদাদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে দৌড় দিলে তিনি হিমেলের গলায় দা ধরে হত্যার হুমকি দেন। পরে আমি আবার পিস্তল দিয়ে দিই।’
১২ মিনিট আগেচট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির কারণে ব্যাংকের চাকরি খোয়ানো মো. জাহাঙ্গীর আলম এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও হারিয়েছেন। সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।
৩৩ মিনিট আগেসামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
৪০ মিনিট আগে