Ajker Patrika

অতিরিক্ত যাত্রীবহন, ৪ লঞ্চকে জরিমানা

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
অতিরিক্ত যাত্রীবহন, ৪ লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী বহন করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চারটি লঞ্চকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ঈদকে সামনে রেখে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বাংলাবাজার ঘাট পরিদর্শন করেন। এ সময় লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চকে জরিমানা করেন তিনি। এছাড়াও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে সতর্ক করে দেন।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'অতিরিক্ত যাত্রী বহনের কারণে এমভি নাফি খান, এমভি আমজাদ, এমভি আলেয়া এবং এমভি আকাশকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।' তিনি বলেন, এ নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। তবে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রী খুবই কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত