নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান-২ এলাকার একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ভবন থেকে পড়ে দুই তরুণী আহত হয়। পরে পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে ফারজানা আক্তার (১৯) নামের এক তরুণী মারা যায়। এই ঘটনায় ২২ বছরের এক তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে ফারজানাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে। উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে জানতে ডিএনসিসির মিডিয়া কর্মকর্তা মকবুল হোসেন ও অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বারবার তাদের মোবাইলে কল করা হলেও তারা সারা দেননি।
নিহত তরুণীসহ আহতদের উদ্ধার করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। খবর পেয়ে গুলশান ২ নম্বরের ৪৭ নম্বর রোড থেকে আহত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এদের মধ্যে ফারজানা মারা যায়। অপর তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে। তার নাম ঠিকানা বিস্তারিত কিছুই জানাতে পারেনি।
নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, খিলক্ষেতে তাঁর মুদি দোকান রয়েছে। তাঁর স্ত্রী ও স্ত্রীর বড় বোন আফসানা দুজনেই গুলশান এলাকায় একটি পারলারে চাকরি করে বলে আমি জানতাম। সকালে তারা খিলক্ষেত বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকে কি হয়েছে কিছুই জানি না। তবে এই ঘটনায় তাঁর স্ত্রীর বড় বোন পুলিশ হেফাজতে আছে বলে আমি জানতে পেরেছি। শুনেছি গুলশান ৪৭ নম্বর রোড এলাকায় একটি অভিযান সময় তারা ভবন থেকে লাফিয়ে পড়ে।
জাহিদ হাসান আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বর্তমানে খিলক্ষেত বটতলা এলাকায় থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জানা গেছে গুলশান এলাকায় একটি ভবন থেকে দুই তরুণী লাফিয়ে পড়ার ঘটনা ঘটে। এদের মধ্যে একজন মারা গেছে আর একজন চিকিৎসাধীন আছে।
রাজধানীর গুলশান-২ এলাকার একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ভবন থেকে পড়ে দুই তরুণী আহত হয়। পরে পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে ফারজানা আক্তার (১৯) নামের এক তরুণী মারা যায়। এই ঘটনায় ২২ বছরের এক তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে ফারজানাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে। উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে জানতে ডিএনসিসির মিডিয়া কর্মকর্তা মকবুল হোসেন ও অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বারবার তাদের মোবাইলে কল করা হলেও তারা সারা দেননি।
নিহত তরুণীসহ আহতদের উদ্ধার করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। খবর পেয়ে গুলশান ২ নম্বরের ৪৭ নম্বর রোড থেকে আহত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এদের মধ্যে ফারজানা মারা যায়। অপর তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে। তার নাম ঠিকানা বিস্তারিত কিছুই জানাতে পারেনি।
নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, খিলক্ষেতে তাঁর মুদি দোকান রয়েছে। তাঁর স্ত্রী ও স্ত্রীর বড় বোন আফসানা দুজনেই গুলশান এলাকায় একটি পারলারে চাকরি করে বলে আমি জানতাম। সকালে তারা খিলক্ষেত বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকে কি হয়েছে কিছুই জানি না। তবে এই ঘটনায় তাঁর স্ত্রীর বড় বোন পুলিশ হেফাজতে আছে বলে আমি জানতে পেরেছি। শুনেছি গুলশান ৪৭ নম্বর রোড এলাকায় একটি অভিযান সময় তারা ভবন থেকে লাফিয়ে পড়ে।
জাহিদ হাসান আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বর্তমানে খিলক্ষেত বটতলা এলাকায় থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জানা গেছে গুলশান এলাকায় একটি ভবন থেকে দুই তরুণী লাফিয়ে পড়ার ঘটনা ঘটে। এদের মধ্যে একজন মারা গেছে আর একজন চিকিৎসাধীন আছে।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
১ মিনিট আগেবিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
১২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
১ ঘণ্টা আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগে