Ajker Patrika

গাজীপুরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৭
গাজীপুরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আটকের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে। আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় তারা। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিএমপির বাসন থানার পুলিশ আটক করে। পরে রাতে তার দুই অভিভাবক থানায় এসে আর এ ধরনের অপরাধ করবে না এই মর্মে অঙ্গীকার করলে অভিভাবকদের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।’ 

‘পরে থানা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক বাসন থানায় হামলা চালিয়ে একটি পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় মহানগর পুলিশের দুজন কর্মকর্তা মাথায় আঘাত পান।’ 

 গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আটকের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে। ছবি: আজকের পত্রিকাতবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বোঝানো হয়েছে। এরপর এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত