নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন আগে এক ভবন থেকে ইট পড়ে পা ভাঙ আলম মিয়ার। অবস্থা দিনকে দিন খারাপের দিকে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ভর্তি করা হয় শ্যামলীর ট্রমা সেন্টার ও হাসপাতালে। চিকিৎসকেরা পরার্মশ দেন অপারেশন করতে। গত বুধবার ভাঙা পায়ের অপারেশন করা হয় আলমের। জ্ঞান ফেরার পর বৃহস্পতিবারই বেডে আনা হয়েছে তাঁকে।
রাতে যখন হাসপাতালের ভবনটিতে আগুন লাগে, খবর পেয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন রোগী ও স্বজনেরা। ছেলে ও স্ত্রী মিলে আলমকে কোলে তুলে চতুর্থ তলা থেকে নিচে নামান। আহত হন স্ত্রী ও ছেলে। অপারেশন করা পায়ে আঘাত পান আলম।
রাত সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আলমকে রাস্তায় বসিয়ে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমের স্ত্রী বলেন, ‘হয়তো একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা। আমাদের মতো অসহায় এখন আর কেউ নেই!’
শুধু আলম নন, তাঁর মতো আরও রোগীরই ঠাঁই হয়েছে রাস্তায়। তাঁদের মধ্যে বয়স্ক রোগীও রয়েছেন। এমন অনেক রোগী রয়েছেন, যাঁরা বিছানাগত। তাঁদের নড়ানো-সরানোই কঠিন।
এদিকে শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিট।’
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সপ্তম তলায় আগুন লাগে। ১১টা ৩৫-এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ভবনের কয়েকটি তলায় খুঁজে চার নারীসহ অন্তত ২৩ জনকে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা রয়েছেন। তাঁরা ভবনের সামনের গ্লাস ভেঙে নিজেদের উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছেন।
কয়েক দিন আগে এক ভবন থেকে ইট পড়ে পা ভাঙ আলম মিয়ার। অবস্থা দিনকে দিন খারাপের দিকে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ভর্তি করা হয় শ্যামলীর ট্রমা সেন্টার ও হাসপাতালে। চিকিৎসকেরা পরার্মশ দেন অপারেশন করতে। গত বুধবার ভাঙা পায়ের অপারেশন করা হয় আলমের। জ্ঞান ফেরার পর বৃহস্পতিবারই বেডে আনা হয়েছে তাঁকে।
রাতে যখন হাসপাতালের ভবনটিতে আগুন লাগে, খবর পেয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন রোগী ও স্বজনেরা। ছেলে ও স্ত্রী মিলে আলমকে কোলে তুলে চতুর্থ তলা থেকে নিচে নামান। আহত হন স্ত্রী ও ছেলে। অপারেশন করা পায়ে আঘাত পান আলম।
রাত সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আলমকে রাস্তায় বসিয়ে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমের স্ত্রী বলেন, ‘হয়তো একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা। আমাদের মতো অসহায় এখন আর কেউ নেই!’
শুধু আলম নন, তাঁর মতো আরও রোগীরই ঠাঁই হয়েছে রাস্তায়। তাঁদের মধ্যে বয়স্ক রোগীও রয়েছেন। এমন অনেক রোগী রয়েছেন, যাঁরা বিছানাগত। তাঁদের নড়ানো-সরানোই কঠিন।
এদিকে শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিট।’
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সপ্তম তলায় আগুন লাগে। ১১টা ৩৫-এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ভবনের কয়েকটি তলায় খুঁজে চার নারীসহ অন্তত ২৩ জনকে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা রয়েছেন। তাঁরা ভবনের সামনের গ্লাস ভেঙে নিজেদের উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছেন।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তাঁর জীবনযুদ্ধ চলে। ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেলের সব আয়োজন সামলে তিনি ছুটে যান কলেজে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও বাবার পাশে দাঁড়িয়ে রান্না, খাবার পরিবেশনসহ সব কাজ সামলান তিনি।
১ মিনিট আগেফেনীর সোনাগাজী থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে দুর্ধর্ষ চুরি হয়েছে। আজ শুক্রবার ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকসে এ চুরি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে আমি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর জন্য কাজ করেছিলাম। সেটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। আমরা যদি নির্বাচিত প্রতিনিধি হই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টারলিংকের সেবা আনতে পারব
৯ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার নাম রিফাত (১২)। নিখোঁজের পর দিন আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে