Ajker Patrika

তেজগাঁওয়ে প্রাইভেট কারে নারী-পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬: ২৫
তেজগাঁওয়ে প্রাইভেট কারে নারী-পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা

রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় গাড়ি থেকে নারী-পুরুষের লাশ উদ্ধারের ঘটনায় তেজগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যে ভিত্তিতে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। 

আজ দুপুরে ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে তেজগাঁও এলেনবাড়ি এলাকায় এসএসএফের স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় থাকা একটি প্রাইভেট কার থেকে দুজন নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুরুষ দেলোয়ার হোসেন মোল্লার (৫৩) গ্রামের বাড়ি নড়াইলে। তিনি এসএসএফের সাধারণ অফিস সহকারী ছিলেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। আর নিহত নারী মৌসুমী আক্তার রানীর (৪২) গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। স্বামীর সঙ্গে তাঁর তালাক হয়েছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের নিয়ে আলাদা থাকতেন তিনি। লাশ উদ্ধারের সময় গাড়ি থাকা একটি ব্যাগে কিছু মালামাল পাওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

দুজনের মারা যাওয়ার কারণ সম্পর্কে ডিসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, গাড়িতে অক্সিজেনের অভাবে মারা যেতে পারেন দুজন। এ ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব। তবে তাঁদের শরীরে কোনো আঘাত নেই। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এ বিষয়ে কথা বলা যাবে না। নিহত দুজনের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তাঁরা এসে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাবেন। নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত