নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
৩৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৩৫ মিনিট আগে