ঢামেক প্রতিবেদক
রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-জোবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রী মনিষা আক্তার (১৮)।
আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকায় বাসার ৩ তলা থেকে মরদেহ উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জোবায়েরের বাড়ি পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে। মনিষার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। বাবার নাম হোসাইন ব্যাপারী। তারা রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার বাসায় ভাড়া থাকত।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে ঢুকে দেখা যায়, জোবায়ের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ও স্ত্রী মনিষা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
তিনি আরও জানান, জানতে পেরেছি তারা দুইমাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। জোবায়েরের রামপুরায় মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতো। জোবায়ের রাতে তার এক বন্ধুর মোবাইলে কার কাছে কত টাকা পাবে এবং ব্যাংক ও বিকাশের পিন নম্বর পাঠায়। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তারা ঘরের ভেতরে ঝুলছে। পরে থানায় খবর দেয়।
ধারনা করা হচ্ছে, পরিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেন এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-জোবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রী মনিষা আক্তার (১৮)।
আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকায় বাসার ৩ তলা থেকে মরদেহ উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জোবায়েরের বাড়ি পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে। মনিষার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। বাবার নাম হোসাইন ব্যাপারী। তারা রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার বাসায় ভাড়া থাকত।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে ঢুকে দেখা যায়, জোবায়ের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ও স্ত্রী মনিষা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
তিনি আরও জানান, জানতে পেরেছি তারা দুইমাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। জোবায়েরের রামপুরায় মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতো। জোবায়ের রাতে তার এক বন্ধুর মোবাইলে কার কাছে কত টাকা পাবে এবং ব্যাংক ও বিকাশের পিন নম্বর পাঠায়। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তারা ঘরের ভেতরে ঝুলছে। পরে থানায় খবর দেয়।
ধারনা করা হচ্ছে, পরিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেন এই পুলিশ কর্মকর্তা।
বক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
১৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
২২ মিনিট আগেঅনুষ্ঠানের শুরুতে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। আর সম্প্রতি তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে ধরে জোর করে চুল কেটে দেয়, তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।
৩৪ মিনিট আগেউপ-উপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থিতা অযোগ্য ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
২ ঘণ্টা আগে