Ajker Patrika

রাজধানীতে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান এলাকা থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুজ্জামান ওরফে টুন্নু খাঁ (৪৫)। শরীয়তপুর সদরের চর মাদবপুর গ্রামের বাসিন্দা তিনি।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কামরুজ্জামান ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় পাচার করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর তিনি তাঁদের লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করতেন। এরপর পরিবার থেকে মুক্তিপণ আদায়ের জন্য নতুন করে অর্থ দাবি করতেন, তবে টাকা নিয়েও ভুক্তভোগীদের ফেরত পাঠাতেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের ২ জুলাই কামরুজ্জামানের নেতৃত্বাধীন মানব পাচার চক্র মাদারীপুর সদরের ত্রিভাগদী এলাকার মো. শাহজাহান হাওলাদার নামের এক ব্যক্তিকে ইতালি পাঠানোর নামে ১৩ লাখ টাকা নেয়। পরে ১৮ জুলাই তাঁকে দুবাই হয়ে লিবিয়ায় পাচার করা হয় এবং সেখানকার দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

শাহজাহানের পরিবার তাঁর অবস্থান জানতে চাইলে পাচারকারী চক্র জানায়, তিনি লিবিয়ায় আটকা পড়েছেন এবং তাঁকে মুক্ত করতে আরও ২৫ লাখ ৫৯ হাজার ৭১৯ টাকা দিতে হবে। পরিবার মুক্তিপণ দিলেও শাহজাহানকে ফেরত পায়নি। পরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হলে প্রধান অভিযুক্ত কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত