Ajker Patrika

২৯ অক্টোবর ঢাবির সমাবর্তনে যেসব রাস্তা এড়িয়ে যেতে বলল কর্তৃপক্ষ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২৩: ৫৬
২৯ অক্টোবর ঢাবির সমাবর্তনে যেসব রাস্তা এড়িয়ে যেতে বলল কর্তৃপক্ষ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। সমাবর্তন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্নে সবার সহযোগিতা চেয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সমাবর্তনের দিন সর্বসাধারণকে শাহবাগ-নীলক্ষেত-হাইকোর্টের রাস্তা এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশেষ সমাবর্তন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ করেন। 

ঢাবি উপাচার্য বলেন, ‘সমাবর্তনের দিন (রোববার) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় সহযোগিতা প্রত্যাশা করি। সর্বসাধারণের চলাচলের জন্য ওই দিন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।’ 

সমাবর্তনের দিন নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ কার্যক্রম বন্ধ রাখারও অনুরোধ জানান উপাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০ (১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকন্যা, উন্নয়নের রোল মডেল খ্যাত ও আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, অতিথিরাসহ প্রায় ১৮ হাজার ব্যক্তি অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এক হাজার, অ্যালামনাই ৫০০, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ এবং অতিথি প্রায় ৩ হাজার। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান। 

আখতারুজ্জামান বলেন, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সকাল ১০টায় সমাবর্তন শোভাযাত্রার আরম্ভস্থল কার্জন হল প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা জিমনেসিয়ামসংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাঁদের জন্য সকাল ৮টায় গেট খোলা হবে এবং তাঁরা সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। অনুষ্ঠানস্থলে নিজ নিজ আসন গ্রহণ করার পর নিরাপত্তার স্বার্থে কোনোক্রমেই মঞ্চের আশপাশে ও অন্যান্য স্থানে ঘোরাফেরা করা যাবে না। 

আখতারুজ্জামান আরও বলেন, ///অ্যালামনাইরা, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা এবং আমন্ত্রিত অতিথিরা সুইমিং পুলসংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাঁদের জন্য সকাল ৯টায় গেট খোলা হবে এবং তাঁরা সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। 

উপাচার্য বলেন, সমাবর্তনের দিন ভিআইপি অতিথিরা গাড়ি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সায়েন্স অ্যানেক্স ভবন) মাঠে ও মোকাররম ভবন চত্বরে (কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে) পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্য আমন্ত্রিত অতিথিরা গাড়ি সোহরাওয়ার্দী উদ্যান ও হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে পার্কিং করতে হবে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের অন্য কোনো রাস্তায় গাড়ি পার্কিং না করার অনুরোধ জানান তিনি। 

সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে ক্যাম্পাসের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সব রাজনৈতিক দল ও ভিন্নমতের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান আখতারুজ্জামান। 

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠান কর্তৃক আইডি/পাসপোর্ট সঙ্গে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। সমাবর্তনস্থলে মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত