Ajker Patrika

তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তিতাস কর্মকর্তা তহুরুল ইসলামের বিরুদ্ধে। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইএসএস শাখা, ঢাকা মেট্রোপলিটন বিক্রয় বিভাগ-৪ এর সিনিয়র সুপারভাইজার। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আলী আকবর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিবরণী গোপনের অপরাধ আনা হয়েছে অভিযোগপত্রে। এর আগে, ২০২০ সালের ১৯ আগস্ট তহুরুল ইসলামের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে দুদক।
 
অভিযোগপত্রে বলা হয়, তহুরুল ইসলাম দুদকের কাছে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন যেখানে সম্পদের পরিমাণ দেখানো হয় ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। কিন্তু দুদক তাঁর ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকার সম্পদের সন্ধান পায়, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। এ ছাড়া, তিনি তাঁর সম্পদ বিবরণীতে ৫৩ লাখ ৩৬ হাজার ৯৩৬ টাকার সম্পদ গোপন করেন।
 
উল্লেখ্য, মামলা দায়েরের পর তহুরুল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত