জাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সন্ত্রাসবাদের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নাই,’ ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলেও তাঁর দোসররা এখনো এই বাংলায় রয়ে গেছে। তারা বিভিন্ন ব্যানারে থেকে সেই স্বৈরাচারী আগ্রাসন জারি রেখে শেখ হাসিনার ষড়যন্ত্রকে কায়েম করতে চায়। শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী আগ্রাসন থেকে মুক্ত করে যারা আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে, সেই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে গাড়িচাপা দিয়ে তারা হত্যা করতে চায়।’
রাকিব হোসাইন আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচারের দোসররা যাতে আর কোনো স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে এবং কোনো নিরীহ নেতৃত্বের ওপর হামলা করতে না পারে, সে জন্য সচেষ্ট থাকতে হবে। প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদী কাঠামোর চক্রান্ত থেমে নেই। একের পর এক অরাজকতা তৈরি করে তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। গতকাল ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদের হামলায় আমাদের যে ভাই শহীদ হয়েছেন, তাঁর কবর জিয়ারত করে ফেরত আসার সময় আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে পরিকল্পিতভাবে ট্রাকচাপা দেওয়া হয়েছে।’
তৌহিদ সিয়াম আরও বলেন, ‘আমরা মনে করি, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমাদের গণ-অভ্যুত্থানের নায়ক, তাদের ওপর যদি কোনোরকম আক্রমণ নেমে আসে, তাহলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ওপর হামলাকারীদের পরিচয় প্রকাশ করা না হয়, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই হামলার, এই হত্যাচেষ্টার যারা আসামি, তাদের জাতির সামনে উন্মোচিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সন্ত্রাসবাদের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নাই,’ ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলেও তাঁর দোসররা এখনো এই বাংলায় রয়ে গেছে। তারা বিভিন্ন ব্যানারে থেকে সেই স্বৈরাচারী আগ্রাসন জারি রেখে শেখ হাসিনার ষড়যন্ত্রকে কায়েম করতে চায়। শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী আগ্রাসন থেকে মুক্ত করে যারা আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে, সেই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে গাড়িচাপা দিয়ে তারা হত্যা করতে চায়।’
রাকিব হোসাইন আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচারের দোসররা যাতে আর কোনো স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে এবং কোনো নিরীহ নেতৃত্বের ওপর হামলা করতে না পারে, সে জন্য সচেষ্ট থাকতে হবে। প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদী কাঠামোর চক্রান্ত থেমে নেই। একের পর এক অরাজকতা তৈরি করে তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। গতকাল ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদের হামলায় আমাদের যে ভাই শহীদ হয়েছেন, তাঁর কবর জিয়ারত করে ফেরত আসার সময় আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে পরিকল্পিতভাবে ট্রাকচাপা দেওয়া হয়েছে।’
তৌহিদ সিয়াম আরও বলেন, ‘আমরা মনে করি, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমাদের গণ-অভ্যুত্থানের নায়ক, তাদের ওপর যদি কোনোরকম আক্রমণ নেমে আসে, তাহলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ওপর হামলাকারীদের পরিচয় প্রকাশ করা না হয়, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই হামলার, এই হত্যাচেষ্টার যারা আসামি, তাদের জাতির সামনে উন্মোচিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে