নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একদিনের রিমান্ড শেষে আজ দুপুরের পরে আদালতে হাজির করা হয় আরজে নীরবকে। তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে প্রতিবেদন দিয়ে আদালতকে জানান প্রতারণার বিষয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে করে নীরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক গ্রাহকের করা মামলায় নীরবকে গ্রেপ্তার করা হয়।
এক গ্রাহক অভিযোগ করেন, কিউকম থেকে তিনি ৫৬ লাখ টাকার বেশি পণ্য কিনে টাকা পরিশোধ করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাননি। টাকাও ফেরত পাননি। এখন কিউকমের অফিসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলে বিশেষ অফার দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্ডারের কিছু অংশ সরবরাহ করলেও বাকিগুলোর জন্য গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় রাখছে। ২০২০ সালের নভেম্বর থেকে এ ধরনের প্রতারণা করে আসছে কিউকম।
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে অফার দেয়। দুই থেকে ১৫ দিন সময় দিয়ে এক লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতারা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করতে শুরু করেন।
গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একদিনের রিমান্ড শেষে আজ দুপুরের পরে আদালতে হাজির করা হয় আরজে নীরবকে। তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে প্রতিবেদন দিয়ে আদালতকে জানান প্রতারণার বিষয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে করে নীরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক গ্রাহকের করা মামলায় নীরবকে গ্রেপ্তার করা হয়।
এক গ্রাহক অভিযোগ করেন, কিউকম থেকে তিনি ৫৬ লাখ টাকার বেশি পণ্য কিনে টাকা পরিশোধ করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাননি। টাকাও ফেরত পাননি। এখন কিউকমের অফিসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলে বিশেষ অফার দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্ডারের কিছু অংশ সরবরাহ করলেও বাকিগুলোর জন্য গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় রাখছে। ২০২০ সালের নভেম্বর থেকে এ ধরনের প্রতারণা করে আসছে কিউকম।
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে অফার দেয়। দুই থেকে ১৫ দিন সময় দিয়ে এক লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতারা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করতে শুরু করেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে