Ajker Patrika

ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

ঢামেক প্রতিনিধি
ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে জিনিয়া ইসলাম জয়া ওরফে টুম্পা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশায় থাকা তাঁর বন্ধু তানভীর আহমেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে ওই তরুণী ধানমন্ডি পপুলার মেডিকেলে আইসিইউতে মারা যায়। এর আগে গত ২৩ (সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধানমন্ডি ১ নম্বর রোডের ৪১ নম্বর বাসার সামনে রিকশা থেকে পড়ে যায় জিনিয়া।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাতে রিকশায় বন্ধু তানভীরের সঙ্গে নিউমার্কেট থেকে জিগাতলায় যাচ্ছিল টুম্পা। ধানমন্ডি এক নম্বর রোডে আসলে রিকশা থেকে পড়ে যায় জিনিয়া। পরে সঙ্গে থাকা তানভীর জিনিয়াকে পপুলার মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টুম্পা মারা যায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় টুম্পার বড় ভাই আতিকুল ইসলাম তানভীরের নামে হত্যা মামলা করেছে। এই ঘটনায় তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তানভীর রিমান্ডে আছে। টুম্পা রিকশা থেকে পড়ে গিয়েছে নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্তের পর জানা যাবে।

মৃত জিনিয়ার বড় ভাই আতিকুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে। বাবার নাম মৃত জহিরুল ইসলাম। টুম্পা হাজারীবাগ জিগাতলা গাবতলা মসজিদের পাশে একটি মেসে থাকত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে টুম্পা চাকরির চেষ্টায় ছিল। দুই ভাই বোনের মধ্যে ছোট টুম্পা।

আতিকুল ইসলাম বলেন, ঘটনার দিন তানভীর নামে এক ছেলের সঙ্গে রিকশায় ছিল টুম্পা। টুম্পা রিকশা থেকে পড়ে যায়। কিন্তু ছেলেটি অক্ষত থাকে। আমাদের সন্দেহ হওয়ায় তানভীরের নামে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে ঘটনার দিন আসলে কী হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত