Ajker Patrika

রিমান্ড শেষে হেফাজত নেতা হাবিবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষে হেফাজত নেতা হাবিবী কারাগারে

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে দুপুরের দিকে মুফতি ফয়সালকে আদালতে হাজির করে পুলিশ। নতুন করে কোনো রিমান্ড না চেয়ে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ শে মার্চ মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গত ২৯ এপ্রিল মুফতি ফয়সালকে রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাজধানীর ডেমরায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্ত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, মুফতি ফয়সাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে গত ২৬ মার্চ বায়তুল মোকাররম এলাকায় হেফাজতে ইসলামসহ অন্যান্যদের নিয়ে নাশকতায় যুক্ত হন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। কাজেক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত