কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে পুকুরে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
কোরআনে হাফেজ মাহিরের বাবার নাম মোফাজ্জল হোসেন কচি। মাহিরের পরিবার জেলা শহরের পুরান থানায় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের গ্রামের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে।
মাহিরের চাচাতো ভাই বায়েজিদ জানান, দুপুরে মাহির বন্ধুদের নিয়ে আজিমুদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলে। পরে তিন বন্ধু মিলে গোসল করতে রেলওয়ে পুকুরে যায়। গোসল করার সময় তাদের বলটি পুকুরের মাঝখানে চলে যায়। সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা বাসায় খবর দেয়। পরিবারের লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিরের লাশ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে তাঁদের ডুবুরি দল রেলওয়ে পুকুরে তল্লাশি চালায়। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জে পুকুরে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
কোরআনে হাফেজ মাহিরের বাবার নাম মোফাজ্জল হোসেন কচি। মাহিরের পরিবার জেলা শহরের পুরান থানায় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের গ্রামের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে।
মাহিরের চাচাতো ভাই বায়েজিদ জানান, দুপুরে মাহির বন্ধুদের নিয়ে আজিমুদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলে। পরে তিন বন্ধু মিলে গোসল করতে রেলওয়ে পুকুরে যায়। গোসল করার সময় তাদের বলটি পুকুরের মাঝখানে চলে যায়। সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা বাসায় খবর দেয়। পরিবারের লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিরের লাশ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে তাঁদের ডুবুরি দল রেলওয়ে পুকুরে তল্লাশি চালায়। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২২ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩১ মিনিট আগেদাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৪০ মিনিট আগে