Ajker Patrika

বালুবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ২০
বালুবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

চাঁদপুরের মতলব পৌরসভার দীঘলদী আমতলা বাজার এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় হাসনা বানু (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবা দুর্ঘটনাটি ঘটে। 

নিহত বৃদ্ধা দক্ষিণ দীঘলদী গ্রামের দুলাল গাজীবাড়ির মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। তাঁর বাড়ি পৌরসভার বরদিয়া এলাকায়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে দীঘলদী আমতলা বাজারসংলগ্ন এলাকায় ট্রাকচালক রাসেল বালু দিয়ে জায়গা ভরাটের কাজ করছিলেন। সে সময় ওই নারী বাড়ি থেকে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। বালু ফেলে ট্রাকটি পেছন থেকে রাস্তায় ওঠানোর সময় পেছনের চাকায় পিষ্ট হন ওই নারী। এতে তিনি মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক রাসেল ট্রাকসহ পলাতক রয়েছেন। ট্রাকচালক একই বাড়ির শুক্কুর গাজীর জমি ভরাট করছিলেন। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মীমাংসার চেষ্টা করছেন। 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ওই পথচারীর মরদেহ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত