Ajker Patrika

বিএনপির ২৬ জন রিমান্ডে ও ১৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ২৬ জন রিমান্ডে ও ১৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতা কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৪৫ জনের প্রত্যেকে পাঁচ দিন করে রিমান্ড চায় পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আবেদন করা হয়।

আসামিপক্ষে মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। ২৬ জনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ জনের রিমান্ড নামঞ্জুর করেন এবং কিশোর দুজনকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার ১৭ আগস্ট রাতে পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষ আরও দু'টি মামলা দায়ের করে।

জানা যায়, চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ আহত হয়েছেন। এ তিন মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া বিএনপির শতাধিক নেতা কর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের মাজারে যাওয়া নিয়ে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দলটির নেতা কর্মীরা পুলিশকে ইটপাটকেল ছুড়লে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত