Ajker Patrika

সহোদর তিন ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

সহোদর তিন ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

সোনারগাঁয়ে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিন ভাইকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

সোনারগাঁ থানার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার শাফিউদ্দিনের ছেলে মিজানুরের সঙ্গে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে লাধুরচর টিটির বাড়ি এলাকায় আনোয়ার হোসেনের নেতৃত্বে রফিকুল, অলু মিয়া, শহিদুল্লাহ, আলী আকবর, আসিফ, শরিফসহ আরও অজ্ঞাত ৪-৫ জন ভুক্তভোগী মিজানকে একা পেয়ে তাঁর পথ গতিরোধ করে। এ সময় তাঁরা মিজানকে এলোপাতাড়ি কিল, ঘুষি, ধারালো অস্ত্র, লোহার রডসহ লাঠিসোঁটা নিয়ে পিটিয়ে জখম করে। এরপর মিজানের আর্তচিৎকারে তাঁর ছোট দুই ভাই শাহিন ও আল আমিন ছুটে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে এলাকার লোকজন ও ভুক্তভোগীর স্বজনেরা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এলাকাবাসী বলছে, আনোয়ার হোসেন এলাকার সাবেক ইউপি সদস্য। তিনি ও তাঁর ভাইয়েরা এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাঁদের অত্যাচারে এলাকার নিরীহ লোকজন অতিষ্ঠ। 

আহত মিজান বলছে, ‘আনোয়ার মেম্বার অহেতুক আমার ও আমার ভাইদের ওপর হামলা চালিয়েছে। আমাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তারা সব ভাই খারাপ প্রকৃতির লোক।’ 

এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, ‘মিজানসহ তাঁর ভাইয়েরা এলাকায় নেশা করে। তাদের বাধা দিতে গেলে তাঁরা আমাদের ওপর হামলা করে আমাদের লোকজনদের আহত করে।’ 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত