নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশন আগামী ১ অক্টোবর থেকে তাঁদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে বিচার বিভাগ, সংবিধান সংস্কার কমিশনসহ তিনটি কমিশনের কার্যালয় হবে সংসদ এলাকার এমপি হোস্টেলে।
সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় পরিদর্শন করেন আইন সচিব মো. গোলাম রব্বানী।
তিনি জানান, এমপি হোস্টেলের ১ নম্বর ব্লকের চারটি রুমে বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। তিনি বলেন, রুমগুলো এখনো তৈরি হয়নি। তাই সংসদের সচিব ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁরা রুমগুলো তৈরি করে দেন। আশা করি, আগামী ১ তারিখের মধ্যে তাঁরা কাজ শুরু করতে পারবেন।
বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলে আমি শুনেছি।’
বিচার বিভাগ সংস্কার কমিশনের সাচিবিক দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।’
এদিকে এখনো দুর্নীতি দমন সংস্কার কমিশনের কার্যালয় ঠিক হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার জানামতে ১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা। ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা চলার কথা। আশা করছি দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিশনের কর্মপরিধি জানা যাবে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি চেষ্টা করব আমার কাজটা স্বাধীনভাবে করার জন্য। যেখানে যেভাবে করি না কেন, কাজটা যেন স্বাধীনভাবে করতে পারি।’
দেশের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশন আগামী ১ অক্টোবর থেকে তাঁদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে বিচার বিভাগ, সংবিধান সংস্কার কমিশনসহ তিনটি কমিশনের কার্যালয় হবে সংসদ এলাকার এমপি হোস্টেলে।
সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় পরিদর্শন করেন আইন সচিব মো. গোলাম রব্বানী।
তিনি জানান, এমপি হোস্টেলের ১ নম্বর ব্লকের চারটি রুমে বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। তিনি বলেন, রুমগুলো এখনো তৈরি হয়নি। তাই সংসদের সচিব ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁরা রুমগুলো তৈরি করে দেন। আশা করি, আগামী ১ তারিখের মধ্যে তাঁরা কাজ শুরু করতে পারবেন।
বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলে আমি শুনেছি।’
বিচার বিভাগ সংস্কার কমিশনের সাচিবিক দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।’
এদিকে এখনো দুর্নীতি দমন সংস্কার কমিশনের কার্যালয় ঠিক হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার জানামতে ১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা। ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা চলার কথা। আশা করছি দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিশনের কর্মপরিধি জানা যাবে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি চেষ্টা করব আমার কাজটা স্বাধীনভাবে করার জন্য। যেখানে যেভাবে করি না কেন, কাজটা যেন স্বাধীনভাবে করতে পারি।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩৪ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে