Ajker Patrika

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২: ৩৮
টিকটকার তোহা হোসাইন। ছবি: ভিডিও থেকে
টিকটকার তোহা হোসাইন। ছবি: ভিডিও থেকে

আলোচিত টিকটকার হুর-ই জান্নাতের স্বামী আরেক টিকটকার তোহা হোসাইনকে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর থানায় দায়ের করা মামলায় বিকেলে তাঁকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার গভীর রাতে তোহা হোসাইনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

এর আগে রোববার (১৩ এপ্রিল) মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সমাজ সচেতন নাগরিক টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তোহার ফেসবুক পেজ ও টিকটক আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তাঁর প্রমোশনকৃত আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

টিকটকার হুর-ই জান্নাত ও তার স্বামী তোহা বেশ কিছুদিন ধরে টিকটকে আলোচিত নাম। তারা একত্রে বিভিন্ন ভিডিও টিকটকে আপলোড করে তা প্রচার করেন। সম্প্রতি তারা বিভিন্ন ধরনের জুয়ার প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত