নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান হাফিজ।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক অফিস আদেশে মাহমুদুরসহ পৃথক দুই আদেশে আরও ছয়জনকে রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, মাহমুদুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের পরিদর্শক পদে বদলি করা হল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে মাহমুদুর রহমানের ছুটি অনুমোদন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি এবং ১০ দিন বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। মাহমুদুর রহমান গত ২৫ মে ১০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান। তবে ৪ জুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। গত ২ জুন তিনি ছুটি বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে তার স্ত্রী-সন্তানের কাছে গেছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তবে তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ছুটিতে গিয়ে কর্মস্থলে না ফেরায় আলোচনায় আসেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে কিছু জানা নেই। তবে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, যে কারোর ক্ষেত্রে চাকরিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানের দায়িত্ব ছাড়াও ওসি মাহমুদুর ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কদমতলী থানার ওসি হিসেবে দায়িত্ব পান এবং ২০২৫ সালের জানুয়ারিতে গুলশানে পদায়িত হন।
এদিকে গতকাল রোববার ডিএমপির পৃথক অফিস আদেশে আরও ছয়জনকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশনে বদলি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান হাফিজ।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক অফিস আদেশে মাহমুদুরসহ পৃথক দুই আদেশে আরও ছয়জনকে রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, মাহমুদুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের পরিদর্শক পদে বদলি করা হল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে মাহমুদুর রহমানের ছুটি অনুমোদন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি এবং ১০ দিন বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। মাহমুদুর রহমান গত ২৫ মে ১০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান। তবে ৪ জুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। গত ২ জুন তিনি ছুটি বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে তার স্ত্রী-সন্তানের কাছে গেছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তবে তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ছুটিতে গিয়ে কর্মস্থলে না ফেরায় আলোচনায় আসেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে কিছু জানা নেই। তবে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, যে কারোর ক্ষেত্রে চাকরিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানের দায়িত্ব ছাড়াও ওসি মাহমুদুর ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কদমতলী থানার ওসি হিসেবে দায়িত্ব পান এবং ২০২৫ সালের জানুয়ারিতে গুলশানে পদায়িত হন।
এদিকে গতকাল রোববার ডিএমপির পৃথক অফিস আদেশে আরও ছয়জনকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশনে বদলি করা হয়েছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৬ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
৩৩ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে