Ajker Patrika

রাজধানীর গুলিস্তানে হকারের দখলে সড়ক-ফুটপাত

  • উচ্ছেদের ১০ মিনিটের মধ্যেই হকাররা ফিরে আসেন আগের জায়গায়।
  • হকার নেতারা বলছেন, পুনর্বাসনই হতে পারে হকার সমস্যা সমাধানের উপায়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলাচলের রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এতে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। গতকাল বিকেলে গুলিস্তানের লিংক রোডে। ছবি: আজকের পত্রিকা
চলাচলের রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এতে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। গতকাল বিকেলে গুলিস্তানের লিংক রোডে। ছবি: আজকের পত্রিকা

‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা।’ শার্ট বিক্রেতা এক হকার খালি গলায় ডেকে চলছেন, একটা কিনলে এক শ, জোড়া কিনলে দেড় শ।’

এভাবে হকারদের হাঁকডাক আর হ্যান্ডমাইকের রেকর্ডে দিনের বড় অংশ সরগরম থাকে রাজধানীর গুলিস্তান। রমরমা এই ব্যবসা চলছে রাস্তা দখল করে। গুলিস্তান এলাকার বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গোলাপ শাহ মাজার-সংলগ্ন সড়কের বড় অংশ দখলে রয়েছে হকারদের। এখানের হকারেরা জামা, প্যান্ট, জুতা, প্রসাধনীসহ হাজার রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন। বাংলাদেশ হকার ইউনিয়নের তথ্য অনুসারে, গুলিস্তানে পাঁচ হাজার হকার রয়েছেন। সরকার বদলের পর সম্প্রতি হকারের সংখ্যা বেড়েছে।

ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের ফুটপাত দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় তীব্র যানজট লেগেই থাকে এখানে। পুলিশ মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালায়। ১০ মিনিটের মধ্যে হকারেরা ফেরেন আগের জায়গায়। হকার নেতারা বলছেন, জীবিকার তাগিদে অনেকে দোকান নিয়ে বসেন। উচ্ছেদের বদলে পুনর্বাসন করা হলে সমস্যার সমাধান হতে পারে।

গত বুধবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের আশপাশের সড়কগুলোয় ভ্রাম্যমাণ দোকানের কারণে তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ গুলিস্তান লিংক রোডের বেশির ভাগ জায়গাজুড়ে রয়েছেন হকারেরা। অবশ্য কিছু অংশে ভ্রাম্যমাণ দোকানের ফাঁক গলে রিকশা চলতে দেখা গেছে। তবে কিছু সময় পরপরই রিকশা, পথচারী আর ভ্রাম্যমাণ ভ্যানের জটলা লেগে যাচ্ছে।

গাজীপুরের টঙ্গীর বাসিন্দা নজরুল ইসলাম ব্যবসার কাজে সপ্তাহের বেশির ভাগ দিন গুলিস্তান হয়ে সদরঘাটে যাতায়াত করেন। তিনি বলেন, ‘গুলিস্তানের দুই মিনিটের পথ পার হতে আধা ঘণ্টা লাগে। মেইন রোডের অর্ধেকের বেশি হকারেরা দখল করে রাখেন। হেঁটে গেলেও রীতিমতো যুদ্ধ করে মানুষ ঠেলে গুলিস্তান পার হতে হয়।’

জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কের দুই পাশে সারিবদ্ধ অনেক ভ্রাম্যমাণ দোকান দেখা গেছে। এক সারি দোকান ফুটপাতের ওপরে, আরেক সারি সড়কে। বুধবার বেলা ৩টার দিকে গোলাপ শাহ মাজার-সংলগ্ন জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনে থেকে দুই পুলিশ সদস্যকে লাঠি হাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা গেছে। পুলিশ দেখে অনেক ভ্রাম্যমাণ হকারেরা দোকান গুটিয়ে নেন। পুলিশ চলে যাওয়ার ১০ মিনিট পরই হকারদের ফিরে আসতে দেখা গেছে।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পল্টন থানার পুলিশ সদস্য নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গুলিস্তানে ঘুরে ঘুরে হকারদের রাস্তা থেকে সরিয়ে দিই। এভাবে না করলে তাঁরা পুরো রাস্তা ব্লক করে দেন।’

গোলাপ শাহ মাজার-সংলগ্ন প্রধান সড়কে গার্মেন্টস আইটেম বিক্রি করেন মাহফুজ মিয়া। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় আওয়ামী লীগের নেতা ও পুলিশকে দিনে দুই-আড়াই শ টাকা দিতে হতো। পুলিশ এখন টাকা নেয় না, তবে সুযোগ পেলেই দৌড়ানি দেয়।’

মাথায় ঝুড়ি ও হাতে টুল নিয়ে গুলিস্তানে হেঁটে হেঁটে জামাই পিঠা বিক্রি করেন রিপন ইসলাম। রিপন বলেন, তিনি সারা বছর পিঠা বিক্রি করেন। পুলিশ ঝামেলা করলে চকবাজর বা পল্টন এলাকায় গিয়ে বিক্রি করেন। পিঠা বিক্রির টাকায় তাঁর সংসার চলে।

বাংলাদেশ হকার ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গুলিস্তানের ভ্রাম্যমাণ ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেকার মানুষ রুটি-রুজির জন্য হকারি করে। স্বল্প বেতনের অনেক চাকরিজীবী আধা বেলা হকারি করেন। হকার বাড়ার কারণে যান চলাচলে কিছু সমস্যা হচ্ছে। এর সমাধান আলাদা মার্কেট করে হকার পুনর্বাসন করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৮) যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি খাঁ বাড়ি রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে স্পিডবোট উপহার প্রদান অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে স্পিডবোট উপহার প্রদান অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

সাগরপথে সন্দ্বীপবাসীর যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন সেবা চালু হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে সন্দীপের গুপ্তছড়াঘাটে উদ্যোগের উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়াঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। এই স্পিডবোটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন করা হবে। সন্দ্বীপের যাত্রীসেবায় একে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

নুরুল মোস্তফা খোকন বলেন, ‘এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুজন অতিরিক্ত যাত্রীও বিনা মূল্যে এই সার্ভিস পাবেন—দিন-রাত ২৪ ঘণ্টা।’ তিনি আরও বলেন, ‘আগামী জানুয়ারিতে আমার অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।’ পুন্টন প্রকল্প নিয়ে নুরুল মোস্তফা খোকন বলেন, ‘সন্দ্বীপবাসী বছরের পর বছর হাঁটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। আজ সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পুন্টন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশা আল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে।’

পরে নুরুল মোস্তফা খোকন ও কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের দল গুপ্তছড়াঘাটে ভাসমান পুন্টন স্থাপনের অগ্রগতি পরিদর্শন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ট্রলিং বোটসহ আটক জেলেরা। ছবি: সংগৃহীত
ট্রলিং বোটসহ আটক জেলেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ১৫ হাজার টাকা মূল্যের ১২০০ মিটার থাই জাল ও ১৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সেন্ট মার্টিন ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি আর্টিসনাল ট্রলিং বোট, ১২০০ মিটার থাই জালসহ ১৯ জেলেকে আটক করা হয়।

জব্দ করা বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ডিএমপির ৫০ থানায় পুলিশের বিশেষ মহড়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আজ শনিবার ডেমরা থানায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার ডেমরা থানায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় একযোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ এই মহড়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ডিএমপি সদর দপ্তর জানিয়েছে, এটি নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ।

তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে। অপর দিকে, ১১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। এদিন রাজধানীতে ব্যাপক নেতা-কর্মীদের সমাগম করানোর প্রস্তুতি নিয়েছে দলটি।

আজ শনিবার বিকেলে রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা যায়। রায়ট গিয়ার, হেলমেট, বডি আর্মারসহ পূর্ণ প্রস্তুতিতে তাঁরা অবস্থান নেন। এ সময় পথচারীদের সন্দেহ হলে ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সন্দেহজনক যানবাহনও থামিয়ে তল্লাশি করা হয়।

ডিএমপির কয়েকজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ডিসপ্লে এক্সারসাইজ’ চালানোর নির্দেশনা দেওয়া হয়। এটি নিয়মিত মহড়া, এর সঙ্গে অন্য কোনো বিশেষ ঘটনাবলির সম্পৃক্ততা নেই।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া। ফোর্স মোবিলাইজেশনের একটি অংশ, যা নিয়মিতই হয়ে থাকে।’

কোনো নিরাপত্তা ঝুঁকির প্রস্তুতি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটি আমাদের রুটিন কার্যক্রমের অংশ।’

‘ফোর্স মোবিলাইজেশন’ প্রক্রিয়ায় সাধারণত জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বাহিনীকে একত্রিত করা, প্রস্তুত রাখা ও মোতায়েনের অনুশীলন করা হয়। এতে রিজার্ভ ফোর্স সক্রিয় করা, জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখাসহ নানা অনুশীলন অন্তর্ভুক্ত থাকে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও চার্জ পয়েন্টের সামনে ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাত-দিন ঝটিকা মিছিল করছে। এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বাড়তি সতর্ক অবস্থানে থাকলেও—পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত