নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও কৃষকের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বিক্রির জন্য পরীক্ষামূলকভাবে চালু করা কৃষকের বাজার ৯৫ শতাংশ ক্রেতা চালু রাখতে চান বলে একটি জরিপে উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক কৃষকের বাজার’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জরিপের এ তথ্য জানানো হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট পরিচালক নাইমা আক্তার জরিপের তথ্য উপস্থাপন করে আরও জানান, জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ২৫ শতাংশ অংশগ্রহণকারী এই কৃষকের বাজারে যাতে সবজি ছাড়াও সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করা হয় সে ব্যাপারে মত দিয়েছেন। আর ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ শুক্রবার ছাড়াও আরও একাধিক দিনে বাজার চালুর ব্যাপারে মত দিয়েছেন।
নাইমা আক্তার আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, নারায়ণগঞ্জে ২টি, গাজীপুরে ২টি বাজার পরিচালিত হচ্ছে। একটি বাজারে ১০ জন করে কৃষক বসতে পারেন। তাদের উৎপাদিত সবজি নিরাপদ কিনা তা নিশ্চিত করেন কৃষি অধিদপ্তরের গবেষক ও কর্মকর্তারা। গত বছরের আগস্টে এই বাজার শুরু হয়। প্রত্যেক ওয়ার্ডে কমিশনার ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ ১৭ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এই বাজারগুলো পরিচালনা করেন। প্রতি মাসে তারা বৈঠকে মিলিত হন। বাজারে কোনো সমস্যা হলে তারা এর সমাধান ও তদারকি করেন। কৃষক আসলেই নিরাপদ সবজি উৎপাদন করছে কিনা তা সরাসরি মাঠে গিয়েও ক্রেতারা পর্যবেক্ষণ করতে পারেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল বিরুলিয়াতে গিয়ে এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণও করেছেন। বাজারটি কোথায় বসবে তা স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ঠিক করা হয়। ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের মতামতের একটি ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে এ বাজার বসানো হয়েছে।
এই বাজারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি কৃষকেরা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও জানান তিনি।
সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান বলেন, কৃষক একটি ফুলকপি পাইকারি রেটে যেখানে ৮ টাকায় বিক্রি করেছেন সেখানে কৃষকের বাজারে একটি ফুলকপি ২৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি করতে পারছেন। ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষক পুরো লাভ পাচ্ছেন। এই প্রজেক্টে প্রথম দিকে কৃষকদের যাতায়াত খরচ আমরা শতভাগ বহন করি। পরে ৭৫ দশমিক ৫০ ভাগ বহন করি। এরপর কৃষক একপর্যায়ে গিয়ে পুরোটাই বহন করেন। ১৩ মাস পরিচালনার পর জুন মাসে আমাদের এই প্রজেক্ট শেষ হয়ে যাবে। তখন কীভাবে চলমান রাখা কিছুটা চ্যালেঞ্জের।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে। এ ছাড়া গবেষণা প্রতিষ্ঠান ওয়াগেনিংগেন ও নরওয়ে এই প্রকল্পে সহায়তা করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সাংবাদিক রফিকুল ইসলাম সবুজসহ অন্যরা।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও কৃষকের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বিক্রির জন্য পরীক্ষামূলকভাবে চালু করা কৃষকের বাজার ৯৫ শতাংশ ক্রেতা চালু রাখতে চান বলে একটি জরিপে উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক কৃষকের বাজার’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জরিপের এ তথ্য জানানো হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট পরিচালক নাইমা আক্তার জরিপের তথ্য উপস্থাপন করে আরও জানান, জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ২৫ শতাংশ অংশগ্রহণকারী এই কৃষকের বাজারে যাতে সবজি ছাড়াও সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করা হয় সে ব্যাপারে মত দিয়েছেন। আর ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ শুক্রবার ছাড়াও আরও একাধিক দিনে বাজার চালুর ব্যাপারে মত দিয়েছেন।
নাইমা আক্তার আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, নারায়ণগঞ্জে ২টি, গাজীপুরে ২টি বাজার পরিচালিত হচ্ছে। একটি বাজারে ১০ জন করে কৃষক বসতে পারেন। তাদের উৎপাদিত সবজি নিরাপদ কিনা তা নিশ্চিত করেন কৃষি অধিদপ্তরের গবেষক ও কর্মকর্তারা। গত বছরের আগস্টে এই বাজার শুরু হয়। প্রত্যেক ওয়ার্ডে কমিশনার ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ ১৭ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এই বাজারগুলো পরিচালনা করেন। প্রতি মাসে তারা বৈঠকে মিলিত হন। বাজারে কোনো সমস্যা হলে তারা এর সমাধান ও তদারকি করেন। কৃষক আসলেই নিরাপদ সবজি উৎপাদন করছে কিনা তা সরাসরি মাঠে গিয়েও ক্রেতারা পর্যবেক্ষণ করতে পারেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল বিরুলিয়াতে গিয়ে এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণও করেছেন। বাজারটি কোথায় বসবে তা স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ঠিক করা হয়। ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের মতামতের একটি ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে এ বাজার বসানো হয়েছে।
এই বাজারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি কৃষকেরা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও জানান তিনি।
সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান বলেন, কৃষক একটি ফুলকপি পাইকারি রেটে যেখানে ৮ টাকায় বিক্রি করেছেন সেখানে কৃষকের বাজারে একটি ফুলকপি ২৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি করতে পারছেন। ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষক পুরো লাভ পাচ্ছেন। এই প্রজেক্টে প্রথম দিকে কৃষকদের যাতায়াত খরচ আমরা শতভাগ বহন করি। পরে ৭৫ দশমিক ৫০ ভাগ বহন করি। এরপর কৃষক একপর্যায়ে গিয়ে পুরোটাই বহন করেন। ১৩ মাস পরিচালনার পর জুন মাসে আমাদের এই প্রজেক্ট শেষ হয়ে যাবে। তখন কীভাবে চলমান রাখা কিছুটা চ্যালেঞ্জের।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে। এ ছাড়া গবেষণা প্রতিষ্ঠান ওয়াগেনিংগেন ও নরওয়ে এই প্রকল্পে সহায়তা করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সাংবাদিক রফিকুল ইসলাম সবুজসহ অন্যরা।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৩ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৩ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে