নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি জুলাই মাসেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) মেট্রোরেল চালানো হবে। এটি সফল হলে করা হবে ট্রায়াল রান। এরপরই পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করতে পারবে আগামী অক্টোবরে।
আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘এটা নিশ্চিত যে এই মাসেই টেস্ট রান শুরু হবে। এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বলা হবে।’
ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রস্তুতির বিষয় আছে। আগে থেকেই বলা হয়েছে জুলাইয়ে টেস্ট রান সম্পন্ন হবে। প্রস্তুতি শেষ হলেই আমরা জানাব।’
এদিকে এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত মেট্রোরেল যাত্রা শুরু করে। এটি মেট্রোরেলের প্রথম অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ এগিয়ে যাচ্ছে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজর, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
গত ১৮ মে সংবাদ সম্মেলনে ঢাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একবারে চালু করা সম্ভব না হলে ধীরে ধীরে স্টেশনগুলো চালু করা হবে।
উদ্বোধনের সময় মেট্রোরেল চলত দৈনিক ৪ ঘণ্টা, এরপর বাড়িয়ে করা হয় ৬ ঘণ্টা। আর বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।
চলতি জুলাই মাসেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) মেট্রোরেল চালানো হবে। এটি সফল হলে করা হবে ট্রায়াল রান। এরপরই পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করতে পারবে আগামী অক্টোবরে।
আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘এটা নিশ্চিত যে এই মাসেই টেস্ট রান শুরু হবে। এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বলা হবে।’
ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রস্তুতির বিষয় আছে। আগে থেকেই বলা হয়েছে জুলাইয়ে টেস্ট রান সম্পন্ন হবে। প্রস্তুতি শেষ হলেই আমরা জানাব।’
এদিকে এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত মেট্রোরেল যাত্রা শুরু করে। এটি মেট্রোরেলের প্রথম অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ এগিয়ে যাচ্ছে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজর, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
গত ১৮ মে সংবাদ সম্মেলনে ঢাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একবারে চালু করা সম্ভব না হলে ধীরে ধীরে স্টেশনগুলো চালু করা হবে।
উদ্বোধনের সময় মেট্রোরেল চলত দৈনিক ৪ ঘণ্টা, এরপর বাড়িয়ে করা হয় ৬ ঘণ্টা। আর বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১২ মিনিট আগে