গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানায় নিরাপত্তার স্বার্থে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মোসা চম্পা বেগম (১৮)। তিনি নেত্রকোনা জেলার হারারকান্দি গ্রামের মো. কাউসারের স্ত্রী। তিনি স্থানীয় ইন্টার লোপ পোশাক কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চম্পা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে আশপাশের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় যাওয়ার পথে ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। কারখানার নিরাপত্তার কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানা শুধু আজকের (মঙ্গলবার) জন্য ছুটি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল দ্রুত শুরু করতে। শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলেই যান চলাচল শুরু হবে।’
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানায় নিরাপত্তার স্বার্থে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মোসা চম্পা বেগম (১৮)। তিনি নেত্রকোনা জেলার হারারকান্দি গ্রামের মো. কাউসারের স্ত্রী। তিনি স্থানীয় ইন্টার লোপ পোশাক কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চম্পা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে আশপাশের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় যাওয়ার পথে ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। কারখানার নিরাপত্তার কারণে আশপাশের পাঁচ-ছয়টি কারখানা শুধু আজকের (মঙ্গলবার) জন্য ছুটি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল দ্রুত শুরু করতে। শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলেই যান চলাচল শুরু হবে।’
যশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুর বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
১ ঘণ্টা আগেমাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষী শুনানি হয়নি। আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা থাকলেও ঢাকা মেডিকেলের দুজন চিকিৎসক আদালতে হাজির না হওয়াই সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আগামীকাল (বুধবার) আবারও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সোয়া ঘন্টা বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেবিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ গত রোববার মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী। মামলায় হিরো আলম ছাড়াও তাঁর মেয়ে আলো বেগম,
২ ঘণ্টা আগে