Ajker Patrika

কারাগারে ধর্ষণ মামলার বাদীর সঙ্গে নোবেলের বিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।

আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।

বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।

কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।

মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত