Ajker Patrika

টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল। 

আজ সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস এখনো পলাতক রয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামের বিজন বিশ্বাস (৪৫) ও বীরেন শিকদার (৬০)। 

পুলিশ ও এলাকাবাসী জানান, সুবল ‍শিকদার কাকুইবুনিয়া সর্বজনীন মন্দিরে জমি দান করেন। জমিদাতা হিসেবে সুবল শিকদার মন্দির কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্দির কমিটির সভাপতি অসীম বিশ্বাস মন্দির কমিটিতে তাঁর নাম রাখেননি। 

এ ঘটনায় ২০ জানুয়ারি বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়া তফসিল অফিসের তহসিলদার সুষেন সেন জমির তদন্ত করতে ঘটনাস্থলে যান। তদন্ত করে ফিরে আসার পরপরই কাকুইবুনিয়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমি দাতা সুবল শিকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাসের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুবল শিকদারসহ ছয়জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুবল শিকদারকে মৃত ঘোষণা করেন। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, গত ২০ জানুয়ারি উপজেলার কাকইবুনিয়া গ্রামে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নিহত হন। গত শুক্রবার নিহতের স্বজনেরা ২০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়। 

এ ছাড়া বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত