প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার লাইসেন্স করা পিস্তল চুরি করে ঘরে খিল দিয়েছেন এক যুবক। পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করলে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ রোববার রাত পৌনে ৮টা পর্যন্ত তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা।
জানা গেছে, শামীম (৩০) নামে ওই যুবক মাদকাসক্ত। বাবার পিস্তল চুরি করে তিন দিন ধরে ঘরে খিল দিয়ে বসে আছেন তিনি। তাঁকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মাদক নিরাময় কেন্দ্রের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এখন পুলিশের সোয়াট টিম আসার অপেক্ষায় আছেন সবাই। ঘটনাস্থল উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল।
শামীমের বড় ভাই সেলিম জানান, তাঁর বাবা রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। ১০ দিন ধরে বাবা তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পরে গত ২২ আগস্ট রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এদিকে একমাস ধরে ছোটভাই শামীম ও বাবার মধ্যে ঝগড়া চলছিল। তাঁদের তিনতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে তিনদিন ধরে সেচ্ছায় শামীম অবরুদ্ধ হয়ে আছেন। বাড়ির কারো সঙ্গেই কথা বলছেন না। গতকাল শনিবার রাত ২টার দিকে মাদক নিরাময় কেন্দ্র সাভারের বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি দল পুলিশের সহায়তায় তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে আসে। এ সময় তাঁরা ঘরের বন্ধ দরজা ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করলে শামীম দরজার ফাঁক দিয়ে গুলি করেন। এতে নিরাময় কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান খান পরাগ হাতে গুলিবিদ্ধ হন।
আজ সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দশ্যে পুলিশ শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশের সোয়াত টিমকে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তাঁর বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছেন। পুলিশ চেষ্টা করেও তাঁকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীমকে ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার লাইসেন্স করা পিস্তল চুরি করে ঘরে খিল দিয়েছেন এক যুবক। পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করলে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ রোববার রাত পৌনে ৮টা পর্যন্ত তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা।
জানা গেছে, শামীম (৩০) নামে ওই যুবক মাদকাসক্ত। বাবার পিস্তল চুরি করে তিন দিন ধরে ঘরে খিল দিয়ে বসে আছেন তিনি। তাঁকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মাদক নিরাময় কেন্দ্রের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এখন পুলিশের সোয়াট টিম আসার অপেক্ষায় আছেন সবাই। ঘটনাস্থল উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল।
শামীমের বড় ভাই সেলিম জানান, তাঁর বাবা রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। ১০ দিন ধরে বাবা তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পরে গত ২২ আগস্ট রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এদিকে একমাস ধরে ছোটভাই শামীম ও বাবার মধ্যে ঝগড়া চলছিল। তাঁদের তিনতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে তিনদিন ধরে সেচ্ছায় শামীম অবরুদ্ধ হয়ে আছেন। বাড়ির কারো সঙ্গেই কথা বলছেন না। গতকাল শনিবার রাত ২টার দিকে মাদক নিরাময় কেন্দ্র সাভারের বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি দল পুলিশের সহায়তায় তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে আসে। এ সময় তাঁরা ঘরের বন্ধ দরজা ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করলে শামীম দরজার ফাঁক দিয়ে গুলি করেন। এতে নিরাময় কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান খান পরাগ হাতে গুলিবিদ্ধ হন।
আজ সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দশ্যে পুলিশ শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশের সোয়াত টিমকে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তাঁর বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছেন। পুলিশ চেষ্টা করেও তাঁকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীমকে ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৮ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১০ মিনিট আগে