নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় দীর্ঘদিন সাধারণ মানুষের জমি দখল, মাদক কারবারের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জরিপ মিয়া ওরফে কালা জরিপকে (৪০) সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় জরিপের তিন সহযোগী মো. আনিসুর রহমান (৩৮), মো. জাহিদ ওরফে বাবু মন্ডল (৪৫) ও ঝুমুর আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, একটি টেজার গান, একটি এয়ার পিস্তল ও দেশীয় অস্ত্র, ৫৮০টি ইয়াবা, চার বোতল বিদেশি মদ, একটি পাজেরো, সাতটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক বলেন, কালা জরিপ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিশ ব্যবসার আড়ালে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। তাঁর বাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও লিখিয়ে নিতেন। এ ছাড়া এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তার জরিপের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে।
মোহাম্মদ ফরিদ জানান, জরিপের সহযোগী আনিছুর রহমানের একই এলাকার ওয়ার্কশপ রয়েছে। তিনি ব্যবসার আড়ালে জরিপের সঙ্গে মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধেও মাদক ও হত্যার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আরেক সহযোগী মো. জাবিদ ওরফে রহিম একই উপজেলার বসুন্ধরা রিভার ভিউ এলাকায় গার্মেন্টস ব্যবসার আড়ালে জরিপের সহযোগী হিসেবে কাজ করতেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদ উদ্দিন বলেন, ‘হাসনাবাদ সুপার মার্কেটে তাঁর টর্চার সেলে প্রায় সময় নারীদের নিয়ে ফুর্তি করতেন তিনি। সেখান থেকে অভিযানের সময় ঝুমুর নামে এক নারীকে পাওয়া যায়। ঝুমুর প্রায় তাঁদের সঙ্গে ফুর্তিবাজি করতেন।’
জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করছে, এমন কোনো ভুক্তভোগীকে পেয়েছেন কি না? জানতে চাইলে র্যাব-১০-এর অধিনায়ক বলেন, ‘পতিতাবৃত্তি বাংলাদেশের আইনে অবৈধ। সেটা জোর করে আনুক আর স্বেচ্ছায় বা পয়সার বিনিয়মে আনুক, সেটা অবৈধ। কোনো ব্যক্তি যদি বিবাহবহির্ভূত কোনো নারীর সঙ্গে নিয়মিত মেলামেশা করে, তাহলে সেটি আইনের চোখে অপরাধ বটে।’
জরিপের পেছনে ইন্ধনদাতা কে বা কারা জানতে চাইলে মোহাম্মদ ফরিদ বলেন, র্যাবের তদন্তে উঠে এসেছে, জরিপ নিজেই একজন বড় সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে আসছিল। হাসনাবাদ সুপার মার্কেটটি তাঁর কথিত সম্পত্তি। এটাও তিনি দখল করে রেখেছেন। তাঁর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। ওই বাহিনীতে ২২ সদস্য যুক্ত থাকার তথ্য ও নাম-পরিচয় পাওয়া গেছে। যাদের দিয়ে জরিপ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তথ্য অনুযায়ী জরিপের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলা বিচারাধীন।
তাঁর বিরুদ্ধে দায়ে করা মামলায় যারা সাক্ষী হিসেবে ছিলেন, প্রতিনিয়ত তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। মূলত তিনি এলাকায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন।
তাঁর টর্চার সেলে আগে বিভিন্ন সময় একাধিক নারীকে নির্যাতন করার অভিযোগও রয়েছে। ইতিপূর্বে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বার গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জামিন নিয়েছেন। কিন্তু তাঁর অপরাধ তৎপরতা কেউ থামাতে পারেননি।
তাঁর কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সে অপরাধী, এটাই তার পরিচয়। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় দীর্ঘদিন সাধারণ মানুষের জমি দখল, মাদক কারবারের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জরিপ মিয়া ওরফে কালা জরিপকে (৪০) সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় জরিপের তিন সহযোগী মো. আনিসুর রহমান (৩৮), মো. জাহিদ ওরফে বাবু মন্ডল (৪৫) ও ঝুমুর আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, একটি টেজার গান, একটি এয়ার পিস্তল ও দেশীয় অস্ত্র, ৫৮০টি ইয়াবা, চার বোতল বিদেশি মদ, একটি পাজেরো, সাতটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক বলেন, কালা জরিপ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিশ ব্যবসার আড়ালে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। তাঁর বাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও লিখিয়ে নিতেন। এ ছাড়া এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তার জরিপের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে।
মোহাম্মদ ফরিদ জানান, জরিপের সহযোগী আনিছুর রহমানের একই এলাকার ওয়ার্কশপ রয়েছে। তিনি ব্যবসার আড়ালে জরিপের সঙ্গে মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধেও মাদক ও হত্যার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আরেক সহযোগী মো. জাবিদ ওরফে রহিম একই উপজেলার বসুন্ধরা রিভার ভিউ এলাকায় গার্মেন্টস ব্যবসার আড়ালে জরিপের সহযোগী হিসেবে কাজ করতেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদ উদ্দিন বলেন, ‘হাসনাবাদ সুপার মার্কেটে তাঁর টর্চার সেলে প্রায় সময় নারীদের নিয়ে ফুর্তি করতেন তিনি। সেখান থেকে অভিযানের সময় ঝুমুর নামে এক নারীকে পাওয়া যায়। ঝুমুর প্রায় তাঁদের সঙ্গে ফুর্তিবাজি করতেন।’
জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করছে, এমন কোনো ভুক্তভোগীকে পেয়েছেন কি না? জানতে চাইলে র্যাব-১০-এর অধিনায়ক বলেন, ‘পতিতাবৃত্তি বাংলাদেশের আইনে অবৈধ। সেটা জোর করে আনুক আর স্বেচ্ছায় বা পয়সার বিনিয়মে আনুক, সেটা অবৈধ। কোনো ব্যক্তি যদি বিবাহবহির্ভূত কোনো নারীর সঙ্গে নিয়মিত মেলামেশা করে, তাহলে সেটি আইনের চোখে অপরাধ বটে।’
জরিপের পেছনে ইন্ধনদাতা কে বা কারা জানতে চাইলে মোহাম্মদ ফরিদ বলেন, র্যাবের তদন্তে উঠে এসেছে, জরিপ নিজেই একজন বড় সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে আসছিল। হাসনাবাদ সুপার মার্কেটটি তাঁর কথিত সম্পত্তি। এটাও তিনি দখল করে রেখেছেন। তাঁর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। ওই বাহিনীতে ২২ সদস্য যুক্ত থাকার তথ্য ও নাম-পরিচয় পাওয়া গেছে। যাদের দিয়ে জরিপ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তথ্য অনুযায়ী জরিপের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলা বিচারাধীন।
তাঁর বিরুদ্ধে দায়ে করা মামলায় যারা সাক্ষী হিসেবে ছিলেন, প্রতিনিয়ত তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। মূলত তিনি এলাকায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন।
তাঁর টর্চার সেলে আগে বিভিন্ন সময় একাধিক নারীকে নির্যাতন করার অভিযোগও রয়েছে। ইতিপূর্বে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বার গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জামিন নিয়েছেন। কিন্তু তাঁর অপরাধ তৎপরতা কেউ থামাতে পারেননি।
তাঁর কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সে অপরাধী, এটাই তার পরিচয়। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি।’
আদালতে সাজার রায় শুনে মাদক (ইয়াবা) মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে চট্টগ্রামের পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আলী আজগর (৪৫)।
৪ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকায় বিদ্যুতায়িত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারা নদীতে একটি নৌকায় এই দুর্ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলার ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নের ইউপি সদস্য মো. কাশেম আলী দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন।
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে কালাম আলী কালু নামের এক কৃষককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
২১ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে কিশোর রাকিবুল সরদার (১৪) হত্যার ঘটনায় তার সৎবাবা মো. আজহারুল সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভেঙে যাওয়া সংসারে ফিরে যেতে সাবেক স্ত্রী তফুরা খাতুনকে রাজি করাতে ব্যর্থ হয়ে রাকিবুলকে বাসায় ডেকেছিলেন আজহারুল। কিন্তু রাকিবুলও মায়ের পক্ষে কথা বলায়
২৬ মিনিট আগে