Ajker Patrika

রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ মার্চ ২০২২, ২৩: ০৫
রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ৫ ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ শনিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তারাবো এলাকায় সিকদার অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কারখানায় কর্মরত শ্রমিকেরা জানায়, রাত পৌনে ৯ টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পায় তাঁরা। আতঙ্কে দ্রুত বেরিয়ে যায় শ্রমিকেরা। এরপরেই আগুনের লেলিহান শিখা দেখতে পায় সকলে। প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় শ্রমিকেরা। ততক্ষণে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

কারখানার এক কর্মকর্তা জানান, আমাদের কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কর্মরত। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিনে প্রথমে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। পরে বাকি ইউনিটদেরও খবর দেওয়া  হয়। তিনতলা কারখানাটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পরেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত