Ajker Patrika

নিখোঁজের এক মাস পর বেড়িবাঁধের ঢালে মিলল বৃদ্ধের মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিখোঁজের এক মাস পর বেড়িবাঁধের ঢালে মিলল বৃদ্ধের মরদেহ

নিখোঁজের এক মাস পর রাজধানীর তুরাগ থেকে করম আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর বেড়িবাঁধ রোডের তুরাগ নিশাতনগরের সেবা গ্রিন ফিলিং স্টেশনের উত্তর পাশের ঢাল থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় তাঁর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ওই বৃদ্ধ হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হযরত আলীর ছেলে করম আলী।

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর বেড়িবাঁধের ঢাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অপরদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচয় পাওয়ার পর অষ্টগ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নাফের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মাধ্যমে নিহত বৃদ্ধের ছেলে কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন করম আলী। এক মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি।’

ওসি মওদুত আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত