Ajker Patrika

এসি ল্যান্ডকে ছুরিকাঘাতের মামলায় বহিষ্কৃত জাবি ছাত্র রিমান্ডে 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১০: ৩৮
এসি ল্যান্ডকে ছুরিকাঘাতের মামলায় বহিষ্কৃত জাবি ছাত্র রিমান্ডে 

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী আহতের ঘটনায় জড়িত সন্দেহে টেরা রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 
আজ বুধবার দুপুরে তাঁকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ এসব তথ্য জানান।

গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর বিকেলে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন আবু বক্করের ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাভারের নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে টেরা রাসেলকে আটক করা হয়। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করেছে পুলিশ।

 এ নিয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আজ দুপুরে টেরা রাসেলকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁকে দুপুরেই আদালতে হাজির করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত