নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর প্রতি ১২ হাজার নাগরিকের জন্য মাথাপিছু একজন দমকলকর্মী রয়েছেন। সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। তা ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযানের জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতৃবৃন্দের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, রাজধানীতে ১২ হাজারে একজন ফায়ার কর্মী। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার ফাইটার থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাইছি। তাহলে তো ৯০০ জনে না হোক ১ হাজার জনে একজন লাগবে।
মাইন উদ্দিন বলেন, এই মুহূর্তে দেশব্যাপী ৪৯৫টি স্টেশন চালু রয়েছে। আর ৪৩টি চালুর অপেক্ষায় আছে, যা অক্টোবরের মধ্যে চালু হবে। আগামী দুই বছরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫।
ডিজি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই; কিন্তু এটা আমাদের প্রয়োজন। ফায়ার সার্ভিস নীতিমালার মধ্যে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
একই দিন ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
রাজউকের বরাত দিয়ে মাইন উদ্দিন বলেন, প্রতিবছর ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ১০ থেকে ১৪ হাজার ভবনের অনুমোদন দেন তারা। তাহলে বাকি ৭৫ হাজার কোথায়।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। কিন্তু থাকা প্রয়োজন। আমরা আমাদের নীতিমালার মধ্য থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চেয়েছি। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আছে। সচিব মহোদয়ের সভা শেষে উনি যদি সম্মতি দেন, তাহলে পেতে পারি। আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইছি না; তবে ম্যাজিস্ট্রেট থাকা প্রয়োজন।’
মাইন উদ্দিন বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কেউই নতুন করে লাইসেন্স বা নবায়ন করছে না। তাতে ব্যবসা বন্ধ হয়েছে বা কমেছে কি?
আমরা কিন্তু একটি ভবনের আগুনের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি, স্ট্রাকচারালকে ঘোষণা করি না। যেমন—ভবনের একটি জায়গায় ফায়ার এক্সটিংগুইসার থাকার কথা, সেটা নেই। এটা কিন্তু আমরা দেখি। বাকিটা আমাদের দেখার দায়িত্ব নয়।
রাজধানীর প্রতি ১২ হাজার নাগরিকের জন্য মাথাপিছু একজন দমকলকর্মী রয়েছেন। সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। তা ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযানের জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতৃবৃন্দের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, রাজধানীতে ১২ হাজারে একজন ফায়ার কর্মী। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার ফাইটার থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাইছি। তাহলে তো ৯০০ জনে না হোক ১ হাজার জনে একজন লাগবে।
মাইন উদ্দিন বলেন, এই মুহূর্তে দেশব্যাপী ৪৯৫টি স্টেশন চালু রয়েছে। আর ৪৩টি চালুর অপেক্ষায় আছে, যা অক্টোবরের মধ্যে চালু হবে। আগামী দুই বছরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫।
ডিজি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই; কিন্তু এটা আমাদের প্রয়োজন। ফায়ার সার্ভিস নীতিমালার মধ্যে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
একই দিন ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
রাজউকের বরাত দিয়ে মাইন উদ্দিন বলেন, প্রতিবছর ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ১০ থেকে ১৪ হাজার ভবনের অনুমোদন দেন তারা। তাহলে বাকি ৭৫ হাজার কোথায়।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। কিন্তু থাকা প্রয়োজন। আমরা আমাদের নীতিমালার মধ্য থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চেয়েছি। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আছে। সচিব মহোদয়ের সভা শেষে উনি যদি সম্মতি দেন, তাহলে পেতে পারি। আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইছি না; তবে ম্যাজিস্ট্রেট থাকা প্রয়োজন।’
মাইন উদ্দিন বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কেউই নতুন করে লাইসেন্স বা নবায়ন করছে না। তাতে ব্যবসা বন্ধ হয়েছে বা কমেছে কি?
আমরা কিন্তু একটি ভবনের আগুনের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি, স্ট্রাকচারালকে ঘোষণা করি না। যেমন—ভবনের একটি জায়গায় ফায়ার এক্সটিংগুইসার থাকার কথা, সেটা নেই। এটা কিন্তু আমরা দেখি। বাকিটা আমাদের দেখার দায়িত্ব নয়।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৪ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২০ মিনিট আগে