Ajker Patrika

জবি ছাত্রীর আত্মহত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ উপাচার্যের 

জবি সংবাদদাতা 
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২: ০৩
জবি ছাত্রীর আত্মহত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ উপাচার্যের 

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। গতকাল শুক্রবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কথা বলার সময় উপাচার্য এই নির্দেশ দেন। 

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি কথা দিচ্ছি, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তা ছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঘটা ঘটনারও তদন্ত রিপোর্টও প্রকাশ করা হবে। আর আমার হাতে যত আইন আছে, সব আইনের সর্বোচ্চ ব্যবহার করব।’ 

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ, পরিকল্পনা দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর। তবে হিমাদ্রি শেখরের বিরুদ্ধে আগের একটি অভিযোগ থাকায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে যোগ করা হয়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকার নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। তাৎক্ষণিকভাবে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত