ঢামেক প্রতিবেদক
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়নাল হাওলাদার (৪০) ও শাহজালাল মন্টু (৬০)। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান আয়নাল হাওলাদার আর চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শাহজালাল মন্টুর। এ ঘটনায় আহত অবস্থায় মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আয়নাল হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মগবাজারে দুর্ঘটনায় আহত হয়েছিলেন শাহজালাল মন্টু। রমনা থানার পুলিশ অজ্ঞাত হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর স্বজনেরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শাহজালাল মন্টুর চাচাতো ভাই আব্দুল বারী বলেন, ‘তাঁদের বাড়ি ফরিদপুর জেলার ভদ্রাসন থানার মৌলভীর চর গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কাকরাইলে থাকতেন। পেশায় কার্টুনের ব্যবসা করতেন। ঘটনার সময় তিনি মগবাজার থেকে রিকশাযোগে কাকরাইলের বাসায় ফিরছিলেন। রাতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে আহত অবস্থায় দেখতে পাই।’
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, মগবাজার ওয়ারলেস গেট এলাকার প্রধান সড়কে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এসআই বলেন, মঞ্জিল পরিবহনের বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
হাসপাতালে মৃত আয়নালের বড় ভাই শাহজাহান হাওলাদার বলেন, তাঁদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মধুর চর গ্রামে। বর্তমানে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খিলগাঁও সি ব্লকে থাকতেন। মালিবাগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
তিনি বলেন, ‘বিকেলে এক আত্মীয়কে দেখতে হলিফ্যামিলি হাসপাতালে গিয়েছিল আয়নাল ও তার স্ত্রী সেলিনা বেগম। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফিরছিল। পরে খবর পাই মগবাজারে দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালে এসে আয়নালের মরদেহ দেখতে পাই।’
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়নাল হাওলাদার (৪০) ও শাহজালাল মন্টু (৬০)। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান আয়নাল হাওলাদার আর চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শাহজালাল মন্টুর। এ ঘটনায় আহত অবস্থায় মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আয়নাল হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মগবাজারে দুর্ঘটনায় আহত হয়েছিলেন শাহজালাল মন্টু। রমনা থানার পুলিশ অজ্ঞাত হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর স্বজনেরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শাহজালাল মন্টুর চাচাতো ভাই আব্দুল বারী বলেন, ‘তাঁদের বাড়ি ফরিদপুর জেলার ভদ্রাসন থানার মৌলভীর চর গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কাকরাইলে থাকতেন। পেশায় কার্টুনের ব্যবসা করতেন। ঘটনার সময় তিনি মগবাজার থেকে রিকশাযোগে কাকরাইলের বাসায় ফিরছিলেন। রাতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে আহত অবস্থায় দেখতে পাই।’
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, মগবাজার ওয়ারলেস গেট এলাকার প্রধান সড়কে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এসআই বলেন, মঞ্জিল পরিবহনের বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
হাসপাতালে মৃত আয়নালের বড় ভাই শাহজাহান হাওলাদার বলেন, তাঁদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মধুর চর গ্রামে। বর্তমানে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খিলগাঁও সি ব্লকে থাকতেন। মালিবাগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
তিনি বলেন, ‘বিকেলে এক আত্মীয়কে দেখতে হলিফ্যামিলি হাসপাতালে গিয়েছিল আয়নাল ও তার স্ত্রী সেলিনা বেগম। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফিরছিল। পরে খবর পাই মগবাজারে দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালে এসে আয়নালের মরদেহ দেখতে পাই।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে