নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।
গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল।
পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।
গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল।
পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৪ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৫ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে